Ajker Patrika

চীনের বাজারে ৯৮% পণ্যের অবাধ প্রবেশাধিকার দ্রুত কার্যকর চায় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১: ০৯
Thumbnail image

বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বাজারে মোট ৯৮ শতাংশ পণ্যের অবাধ প্রবেশাধিকার দ্রুত কার্যকর করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। নতুন করে প্রুতিশ্রুত আরও এক শতাংশ পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা দেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মঙ্গলবার এই বার্তা দেন।

আফ্রিকা সফরে যাওয়ার পথে বিরতির সময় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন ক্যাংয়ের সঙ্গে আলাপকালে বাংলাদেশের এই দাবি জানান মন্ত্রী। চীনা মন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ জ্বালানি নিতে প্রায় এক ঘণ্টার জন্য ঢাকায় থামে।

ছিন ক্যাংকে বিদায় দেওয়ার পর মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ চীনে বছরে মাত্র ৮০ কোটি ডলার মূল্যমানের পণ্য রপ্তানি করে। চীন থেকে আমদানি করে ১৩০০ কোটি ডলারের পণ্য। এই বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানো দরকার। এ ক্ষেত্রে চীনকে ৯৮ ভাগ পণ্যে শুল্কছাড় দিতে হবে। রপ্তানি কোটা তুলে দিতে হবে। চীনের মন্ত্রীকে এ বার্তা দেওয়া হয়েছে।’ 

চীনের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারের পরিধি ১ শতাংশ বাড়িয়ে ৯৮ শতাংশ করার বিষয়ে গত বছরের আগস্টে দুই দেশের মধ্যে সমঝোতা হয়। এর আগে ৯৭ শতাংশ পণ্যের এই অধিকার ছিল।

এ ছাড়া মিয়ানমারের বাস্তুচ্যুত ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে সে দেশে ফেরত পাঠাতে চীনের জোরালো সহযোগিতা চেয়েছেন বলে মোমেন জানান।

২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ঢাকা সফরের সময় বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি হয়েছিল। কিন্তু চুক্তির আওতাধীন অনেক প্রকল্প বাস্তবায়ন হয়নি। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য চীনের মন্ত্রীকে তাগিদ দেওয়া হয়েছে বলে মোমেন জানান।

‘এক চীন’ নীতিতে বিশ্বাস করলেও বাংলাদেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে ‘ভারসাম্য’ রক্ষা করে চলতে হয় বলেও দেশটির মন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বলে মোমেন উল্লেখ করেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত