চরের ভরসা নারী শ্রমিক
রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা চরে কর্মব্যস্ত সময় কাটছে নারী শ্রমিকদের। আলু, মিষ্টি কুমড়া, সরিষা, তামাকসহ বিভিন্ন উঠতি ফসল ঘরে তুলছেন কৃষকেরা। আর এসব খেতে কাজ করা এক-তৃতীয়াংশ শ্রমিকই নারী। মাঠে কাজ করার ক্ষেত্রে কদর থাকলেও তাঁরা ন্যায্য মজুরি পাচ্ছেন না।