Ajker Patrika

বিয়ের প্রস্তাবে ‘না’ ছাত্রীর বাড়িতে আগুন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১২: ৫০
বিয়ের প্রস্তাবে ‘না’ ছাত্রীর বাড়িতে আগুন

লালমনিরহাটের হাতীবান্ধায় নবম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে রাসেল নামের এক যুবকের বিরুদ্ধে। এ ছাড়া ছাত্রীর পরিবারের দাবি, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি ও বসতঘরে অগ্নিসংযোগ করেছেন রাসেল। এসব ঘটনায় প্রতিকার না পেয়ে গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ওই ছাত্রীর পরিবার।

ভুক্তভোগী ছাত্রীর বাবা ৬ মার্চ রাসেল ও আরেকজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। ৫ মার্চ মধ্যরাতে ওই ছাত্রীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম বেজগ্রামের রাসেল ও আরিফ।

জানা গেছে, ওই ছাত্রীকে রাসেল এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছেন। বিদ্যালয়ে, প্রাইভেটে যাওয়া ও আসার পথে রাসেল উত্ত্যক্ত করেন। এমনকি ছাত্রীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করেন। এর একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন, এতে রাজি হয় না ছাত্রীর পরিবার। পরে রাসেল ছাত্রীর বাবাকে ফোনে নানা ধরনের হুমকি দেন। এরই মধ্যে ৫ মার্চ রাতে রাসেল ওই শিক্ষার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করে রাসেল। পরে বিয়ের প্রস্তাব দিলে না করে দেওয়া হয়। ফলে সে নানা ধরনের হুমকি-ধমকি দেয়। কিন্তু এ নিয়ে জনপ্রতিনিধি ও থানায় লিখিতভাবে জানালেও কোনো প্রতিকার পাইনি।’

এ বিষয়ে জানতে রাসেলের মোবাইলে ফোন কল করা হলে রিসিভ করে বলেন, ‘রাসেল নাই।’ এরপর আর কোনো কথা বলেননি। আবারও কল করা হলে রিসিভ করে রেখে দেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত