কুড়িগ্রাম ও চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ব্রহ্মপুত্র নদের ওপর ‘ব্রহ্মপুত্র সেতু’ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে। সবকিছু ইতিবাচক হলে নদটির ওপর তৈরি হবে সেতু। এতে রৌমারী ও রাজীবপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা চালু হলে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমবে।
স্থানীয়রা বলছেন, দেশের বৃহৎ নদ ব্রহ্মপুত্রের ওপর সেতু হলে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। এ ছাড়া উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের একমাত্র সড়ক সেতু বঙ্গবন্ধুর সেতুর ওপর প্রায় ৪০ ভাগ পরিবহন চাপ কমে আসবে। আর সেতুতে রেল যোগাযোগ যুক্ত করলে মানুষের যোগাযোগ ব্যয়ও কমে আসবে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের বহুমুখী যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে।
ব্যবসায়ীরা বলছেন, এই সেতু হলে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও সেতুর গুরুত্ব পাবে। কেননা ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম রাজ্যসহ নেপাল এবং ভুটানের ট্রানজিট হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।
চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের নদীবন্দর এলাকার আবু জেয়াদ আজাদ বিপ্লব বলেন, ‘ব্রহ্মপুত্র নদের ওপর সেতু এ এলাকার জন্য অপরিহার্য। সেতুটি হলে যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার খোলার সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন মাত্রা যোগ হবে। মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে। দূর হবে দারিদ্র্য।’
থানাহাটের বাসিন্দা নাসির হোসেন বলেন, ‘ব্রহ্মপুত্র নদের সেতু না থাকায় কুড়িগ্রাম-রংপুর-বগুড়া হয়ে ঢাকাসহ অন্যান্য স্থানে যেতে ১২ থেকে ১৫ ঘণ্টা ব্যয় হয়। অন্যদিকে রৌমারী শেরপুর-জামালপুর দিয়ে ঢাকা-সিলেট-ময়মনসিংহ যেতে ৫ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। এই সেতু বাস্তবায়ন হলে সময় এবং অর্থনৈতিকভাবে সবাই লাভবান হবে।’
রৌমারী উপজেলার বাসিন্দা মোজ্জাম্মেল হক বলেন, ‘জেলার সঙ্গে রৌমারী-রাজিবপুর ব্রহ্মপুত্র নদ দ্বারা আলাদা। এখানে কেউ অসুস্থ হলে নৌকা ভাড়া করে রোগী নিয়ে যেতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়। আর অফিস-আদালতে কাজের জন্য গেলে সিরিয়ালের নৌকা না পেলে ভোগান্তি আরও বেড়ে যায়।’
উপজেলা প্রশাসন জানায়, গত বছর নভেম্বর মাসে সেতু কর্তৃপক্ষের গঠিত দলের সদস্য অতিরিক্ত সচিব ও পরিচালক ড. মো. মনিরুজ্জামান (পিএনডি), সেতু কর্তৃপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক লিয়াকত আলী, সেতু বিভাগের সদস্য ও উপসচিব (বাজেট) আবুল হাসান ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চিলমারী পরিদর্শন করেন।
জানতে চাইলে সেতু বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি এখনো সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আমাদের যারা কনসালট্যান্ট তাঁরা মাঠে কাজ করছেন। তারা প্রতিবেদন দিলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব।’
মনিরুজ্জামান আরও বলেন, ‘ফরেন কনসালটিং ফার্ম কাজ করছে। সমীক্ষা করতে অনেক সময় প্রয়োজন। মাঠে গিয়ে বিভিন্ন স্পটে কাজ করতে হয়। এ ছাড়া টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কাজ আছে। ফিজিবিলিটি স্টাডি চলছে। এসব প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।’
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ব্রহ্মপুত্র নদের ওপর ‘ব্রহ্মপুত্র সেতু’ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে। সবকিছু ইতিবাচক হলে নদটির ওপর তৈরি হবে সেতু। এতে রৌমারী ও রাজীবপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা চালু হলে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমবে।
স্থানীয়রা বলছেন, দেশের বৃহৎ নদ ব্রহ্মপুত্রের ওপর সেতু হলে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। এ ছাড়া উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের একমাত্র সড়ক সেতু বঙ্গবন্ধুর সেতুর ওপর প্রায় ৪০ ভাগ পরিবহন চাপ কমে আসবে। আর সেতুতে রেল যোগাযোগ যুক্ত করলে মানুষের যোগাযোগ ব্যয়ও কমে আসবে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের বহুমুখী যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে।
ব্যবসায়ীরা বলছেন, এই সেতু হলে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও সেতুর গুরুত্ব পাবে। কেননা ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম রাজ্যসহ নেপাল এবং ভুটানের ট্রানজিট হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।
চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের নদীবন্দর এলাকার আবু জেয়াদ আজাদ বিপ্লব বলেন, ‘ব্রহ্মপুত্র নদের ওপর সেতু এ এলাকার জন্য অপরিহার্য। সেতুটি হলে যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার খোলার সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন মাত্রা যোগ হবে। মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে। দূর হবে দারিদ্র্য।’
থানাহাটের বাসিন্দা নাসির হোসেন বলেন, ‘ব্রহ্মপুত্র নদের সেতু না থাকায় কুড়িগ্রাম-রংপুর-বগুড়া হয়ে ঢাকাসহ অন্যান্য স্থানে যেতে ১২ থেকে ১৫ ঘণ্টা ব্যয় হয়। অন্যদিকে রৌমারী শেরপুর-জামালপুর দিয়ে ঢাকা-সিলেট-ময়মনসিংহ যেতে ৫ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। এই সেতু বাস্তবায়ন হলে সময় এবং অর্থনৈতিকভাবে সবাই লাভবান হবে।’
রৌমারী উপজেলার বাসিন্দা মোজ্জাম্মেল হক বলেন, ‘জেলার সঙ্গে রৌমারী-রাজিবপুর ব্রহ্মপুত্র নদ দ্বারা আলাদা। এখানে কেউ অসুস্থ হলে নৌকা ভাড়া করে রোগী নিয়ে যেতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়। আর অফিস-আদালতে কাজের জন্য গেলে সিরিয়ালের নৌকা না পেলে ভোগান্তি আরও বেড়ে যায়।’
উপজেলা প্রশাসন জানায়, গত বছর নভেম্বর মাসে সেতু কর্তৃপক্ষের গঠিত দলের সদস্য অতিরিক্ত সচিব ও পরিচালক ড. মো. মনিরুজ্জামান (পিএনডি), সেতু কর্তৃপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক লিয়াকত আলী, সেতু বিভাগের সদস্য ও উপসচিব (বাজেট) আবুল হাসান ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চিলমারী পরিদর্শন করেন।
জানতে চাইলে সেতু বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি এখনো সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আমাদের যারা কনসালট্যান্ট তাঁরা মাঠে কাজ করছেন। তারা প্রতিবেদন দিলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব।’
মনিরুজ্জামান আরও বলেন, ‘ফরেন কনসালটিং ফার্ম কাজ করছে। সমীক্ষা করতে অনেক সময় প্রয়োজন। মাঠে গিয়ে বিভিন্ন স্পটে কাজ করতে হয়। এ ছাড়া টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কাজ আছে। ফিজিবিলিটি স্টাডি চলছে। এসব প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪