হাততালি নয়, হস্তশিল্পেই জীবিকা
রংপুরের সানি, শশী কিংবা সুবর্ণা— তাঁরা সবাই তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁরা একসময় জীবিকা নির্বাহের জন্য হাট-বাজার-বাসস্ট্যান্ডে কিংবা বিয়েবাড়িতে হাততালি দিয়ে চাঁদা তুলতেন। কেউ কেউ সাহায্যের হাত বাড়াতেন। অনেকে গালমন্দ, এমনকি মারধরও করতেন। ঠাট্টা-টিটকারি, তিরস্কার এসব তো নিত্যসঙ্গী ছিল তাঁদের। তবে এখন আর আ