রংপুর প্রতিনিধি
রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল মজিদ এ আদেশ দেন। এর মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হলো।
ওই তিন সাংবাদিকেরা হলেন—মানবকণ্ঠ ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, দেশ রূপান্তরের সাংবাদিক মামুন রশিদ, অনলাইন রংপুরের কণ্ঠ ও ঢাকা পোস্টের নীলফামারীর সাংবাদিক শরিফুল ইসলাম।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, মানবকণ্ঠ ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকায় ২০২১ সালের ২৪ মে ‘ভিজিডির কার্ডে চাল নেন সদ্যপুস্করনী ইউনিয়নের চেয়ারম্যানের শাশুড়ি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মহিউদ্দিন মখদুমী। একই দিনে অনলাইন নিউজ পোর্টাল রংপুরের কণ্ঠের একই শিরোনামে সংবাদটি প্রকাশ করেন সাংবাদিক শরিফুল ইসলাম। দেশ রূপান্তর পত্রিকাতেও একই খবর প্রকাশিত হয়। প্রতিবেদনের মাধ্যমে সদ্যপুস্করনী ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং বাদীর স্ত্রী ও জামাতার সুনাম ক্ষুণ্নের অভিযোগ করা হয়। কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) শাহ আলম ২০২১ সালের ৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকারি কৌঁসুলি রুহুল আমিন জানান, সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, মামুন রশিদ ও শরিফুল ইসলাম। ওই সংবাদ প্রকাশের কারণে ইউপি চেয়ারম্যানের মানহানির অভিযোগে তাঁর শ্বশুর মোস্তাফিজার রাহমান বাদী হয়ে ২০২১ সালের ১৪ জুন রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিনের শুনানি শেষে বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।
এ বিষয়ে সাংবাদিক মহিউদ্দিন মখদুমী আজকের পত্রিকাকে বলেন, সদ্যপুস্করনী ইউপি চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে স্বজনকে দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
মহিউদ্দিন মখদুমী আরও বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’
মামলার আসামিপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ার পরও তাঁরা ন্যায়বিচার পাওয়ার আশা করছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানিয়ে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার কথা থাকলেও এখনো সেই আইনের কার্যক্রম চলছে। সেই আইনে রংপুরের তিন সাংবাদিকের বিচার কার্য শুরু হলো। রংপুরের সাংবাদিক সমাজের পক্ষে থেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানাই।’
রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল মজিদ এ আদেশ দেন। এর মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হলো।
ওই তিন সাংবাদিকেরা হলেন—মানবকণ্ঠ ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, দেশ রূপান্তরের সাংবাদিক মামুন রশিদ, অনলাইন রংপুরের কণ্ঠ ও ঢাকা পোস্টের নীলফামারীর সাংবাদিক শরিফুল ইসলাম।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, মানবকণ্ঠ ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকায় ২০২১ সালের ২৪ মে ‘ভিজিডির কার্ডে চাল নেন সদ্যপুস্করনী ইউনিয়নের চেয়ারম্যানের শাশুড়ি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মহিউদ্দিন মখদুমী। একই দিনে অনলাইন নিউজ পোর্টাল রংপুরের কণ্ঠের একই শিরোনামে সংবাদটি প্রকাশ করেন সাংবাদিক শরিফুল ইসলাম। দেশ রূপান্তর পত্রিকাতেও একই খবর প্রকাশিত হয়। প্রতিবেদনের মাধ্যমে সদ্যপুস্করনী ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং বাদীর স্ত্রী ও জামাতার সুনাম ক্ষুণ্নের অভিযোগ করা হয়। কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) শাহ আলম ২০২১ সালের ৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকারি কৌঁসুলি রুহুল আমিন জানান, সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, মামুন রশিদ ও শরিফুল ইসলাম। ওই সংবাদ প্রকাশের কারণে ইউপি চেয়ারম্যানের মানহানির অভিযোগে তাঁর শ্বশুর মোস্তাফিজার রাহমান বাদী হয়ে ২০২১ সালের ১৪ জুন রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিনের শুনানি শেষে বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।
এ বিষয়ে সাংবাদিক মহিউদ্দিন মখদুমী আজকের পত্রিকাকে বলেন, সদ্যপুস্করনী ইউপি চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে স্বজনকে দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
মহিউদ্দিন মখদুমী আরও বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’
মামলার আসামিপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ার পরও তাঁরা ন্যায়বিচার পাওয়ার আশা করছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানিয়ে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার কথা থাকলেও এখনো সেই আইনের কার্যক্রম চলছে। সেই আইনে রংপুরের তিন সাংবাদিকের বিচার কার্য শুরু হলো। রংপুরের সাংবাদিক সমাজের পক্ষে থেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানাই।’
ঈদ উৎসব উপলক্ষে খুলনায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর ‘আবারও মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে আনন্দ র্যালির মধ্য দিয়ে এই ক্যাম্পেইন শুরু হয়।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি ও ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন।’
৩০ মিনিট আগে৫ আগস্টের পর থেকে ব্যস্ত নগরী ঢাকা যেন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক দাবি যাই হোক, সবাই নেমে আসছে রাস্তায়। সড়ক অবরোধ করেই যেন আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা তাদের। আন্দোলনের এই চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা নগরবাসীর। ঘর থেকে বের হলেই যাত্রাপথের স্বাভাবিক রাস্তা যেখানে ১০ মিনিটে
৩৯ মিনিট আগেযমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশে বোতল ফ্লিপ বা ঘূর্ণায়ন অবস্থায় হাওয়ায় তুলে দেন এক যুবক। বোতলটি ঘুরতে ঘুরতে প্রায় ১৫-২০ ফুট দূরে থাকা উপদেষ্টা মাহফুজের মাথায় গিয়ে লাগে। বিষয়টি অনেকের মনেই প্রশ্নের জন্ম
৪১ মিনিট আগে