রংপুর ও মিঠাপুকুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযানে ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আজগর আলীর মেয়ে জেসমিন আক্তার (২৫), নগরীর খটখটিয়া দোলাপাড়ার মোহসীন আলীর মেয়ে জেসমিন বেগম (৩৫), ধাপ হাজীপাড়ার হাসেন আলীর ছেলে আতাউর রহমান আতা (২৮), নীলফামারীর দরবেশপাড়ার মতিয়ার রহমানের মেয়ে রুনা আক্তার (৩৫), মিঠাপুকুরের পশ্চিম বড় বালা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩৬) ও গঙ্গাচড়ার খানাটারির নুর ইসলামের ছেলে শাকির হোসেন।
এঁদের মধ্যে জেসমিন আক্তার ও জেসমিন বেগমকে ১৫ দিনের, শাকির হোসেনকে তিন মাস, আতাউর রহমান আতাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হাফিজুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও রুনা আক্তারের ৫০ হাজার টাকার মুচলেকা বন্ডের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে কোনো দালালের ঠাঁই নেই। সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে খেয়াল রাখছি।’
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এবং চিকিৎসাসেবাকে নির্বিঘ্নে করার জন্য এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান কর হয়।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উৎপল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিপূর্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল মুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছিল। পুনরায় সেই অভিযান শুরু করা হয়েছে। মানুষ যাতে হাসপাতালে এসে নির্বিঘ্নে সেবা নিতে পারেন আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’
এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বকশিশ সিন্ডিকেটের ১৬ কর্মচারীকে এ হাসপাতাল থেকে বদলি করা হয়।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযানে ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আজগর আলীর মেয়ে জেসমিন আক্তার (২৫), নগরীর খটখটিয়া দোলাপাড়ার মোহসীন আলীর মেয়ে জেসমিন বেগম (৩৫), ধাপ হাজীপাড়ার হাসেন আলীর ছেলে আতাউর রহমান আতা (২৮), নীলফামারীর দরবেশপাড়ার মতিয়ার রহমানের মেয়ে রুনা আক্তার (৩৫), মিঠাপুকুরের পশ্চিম বড় বালা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩৬) ও গঙ্গাচড়ার খানাটারির নুর ইসলামের ছেলে শাকির হোসেন।
এঁদের মধ্যে জেসমিন আক্তার ও জেসমিন বেগমকে ১৫ দিনের, শাকির হোসেনকে তিন মাস, আতাউর রহমান আতাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হাফিজুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও রুনা আক্তারের ৫০ হাজার টাকার মুচলেকা বন্ডের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে কোনো দালালের ঠাঁই নেই। সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে খেয়াল রাখছি।’
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এবং চিকিৎসাসেবাকে নির্বিঘ্নে করার জন্য এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান কর হয়।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উৎপল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিপূর্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল মুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছিল। পুনরায় সেই অভিযান শুরু করা হয়েছে। মানুষ যাতে হাসপাতালে এসে নির্বিঘ্নে সেবা নিতে পারেন আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’
এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বকশিশ সিন্ডিকেটের ১৬ কর্মচারীকে এ হাসপাতাল থেকে বদলি করা হয়।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে