Ajker Patrika

স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

রংপুরের গঙ্গাচড়ার লাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্নার নির্দেশে আজ সোমবার ওই কমিটি গঠন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া। 

কমিটির প্রধান করা হয় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহারকে। এতে সদস্য করা হয় আরেক সহকারী শিক্ষা কর্মকর্তা আলি ইমরানকে। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

গত ১০ আগস্ট বিকেলে উপজেলার লাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে। এ ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা মুজাহিদুলের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার ৫ দিন পর পুলিশ অভিযোগটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত করে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সাজানো। মুজাহিদুল যৌন নিপীড়নের সঙ্গে জড়িত নয়। থানায় মামলা হওয়ায় মুজাহিদুল আর স্কুলে আসছে না। মুজাহিদুল ছুটিতে আছে।’ 
 
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় ইউএনও মহোদয়ের নির্দেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পেলে ওই অফিস সহায়কের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ 

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘আসামিকে ধরার চেষ্টা চলছে। গা ঢাকা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত