Ajker Patrika

হাবিপ্রবিতে সংঘর্ষ: বিএনপি নেতা বাদশা কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
হাবিপ্রবিতে সংঘর্ষ: বিএনপি নেতা বাদশা কারাগারে

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আনিছুর রহমান ওরফে বাদশা চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহর আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালতের ইন্সপেক্টর মো. রাজ্জাকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আনিসুর রহমান ওরফে বাদশা দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলাধীন ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। 

গত ১৯ জুলাই বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে নেতা-কর্মীদের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক সালাউদ্দিন কাদের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাদশা চেয়ারম্যানসহ নয়জনের নাম উল্লেখসহ আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এ মামলায় তিনি এত দিন উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশক্রমে ছয় সপ্তাহ পর আজ দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত