‘রুই-কার্পের বদলে পাঙাশ সঙ্গে মোটা চালের ভাত’
‘পাঙাশ মাছ তো খাওয়া চলে না, তা-ও কষ্ট করি খাবানছি। পাঁচ দিন ভর্তি আছি, খালি এক দিন মুরগির গোশত দিছে, তা-ও ব্রয়লার। আর বাকি দিনগুলা পাঙাশ মাছ।’ এসব কথা বলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী আজাহার আলী (৬৫)।