Ajker Patrika

কেউ মেতেছে উৎসবে কারও মুখে হতাশা

আজকের পত্রিকা ডেস্ক
কেউ মেতেছে উৎসবে  কারও মুখে হতাশা

বছরের প্রথম দিন গতকাল রোববার দেশব্যাপী বই উৎসব হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তবে বই না পেয়ে খালি হাতে বাড়ি ফেরা শিক্ষার্থীদের সংখ্যাও কম নয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:

রংপুর: কনকনে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে নতুন বছরের শুরুতে রংপুরে প্রাথমিক ও মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরের নতুন সকালে বই হাতে মেতে উঠে শিক্ষার্থীরা। গতকাল রংপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। এ সময় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও রংপুরের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক আব্দুল মতিন লস্কর উপস্থিত ছিলেন।

গাইবান্ধা: গাইবান্ধায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল গাইবান্ধা শহরের কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্‌-শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং সরকারি বালক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

কুড়িগ্রাম: বছরের প্রথম দিনে কুড়িগ্রামে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বই উৎসবে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম।

কালীগঞ্জ (লালমনিরহাট): বছরের প্রথম দিনে সবার হাতে নতুন বই তুলে দেওয়ার কথা থাকলেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনেক শিক্ষার্থী বই পায়নি। জানা গেছে, প্রাথমিক পর্যায়ে তৃতীয় ও পঞ্চম শ্রেণি ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণি, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও কারিগরি (ট্রেড) কোনো বই শিক্ষার্থীরা পায়নি।

দিনাজপুর: গতকাল সকালে জিলা স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বই বিতরণ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আখতার পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম প্রমুখ।

নীলফামারী: নীলফামারীতে বছরের প্রথম দিনে বই উৎসবের মধ্য দিয়ে নতুন বই পেল শিক্ষার্থীরা। গতকাল সকালে পৃথক স্থানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। প্রাথমিকের ৬৯ দশমিক ৫০ ভাগ এবং মাধ্যমিকে পাঁচ ভাগ বই ঘাটতি রেখে এ উৎসব পালিত হয়।

পঞ্চগড়: পঞ্চগড়ে নতুন শিক্ষাবর্ষে জেলায় প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালে ২৩ লাখ ৫১ হাজার নতুন বই পাচ্ছে ২ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী। গতকাল সকালে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত