Ajker Patrika

মুজিবর নাম হওয়াই ছিল তাঁর অপরাধ

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
মুজিবর নাম হওয়াই ছিল তাঁর অপরাধ

১৯৭১ সালের ২৩ জুন দুপুরবেলা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্যাপারী হাটে ২০ থেকে ২৫ যুবককে জড়ো করেছে পাকিস্তানি বাহিনী। উদ্দেশ্য আগের দিন রাতে হানাদার বাহিনীর ক্যাম্পের টেলিফোনের তার কেটে দেওয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করা।

বন্দুকের নলের মুখে জিজ্ঞাসাবাদ শেষে সবাই ছাড়া পেয়ে গেলেও আটক হন বাজারে তেল কিনতে যাওয়া পাশের নীলুর খামার গ্রামের যুবক মুজিবর রহমান। অপরাধ তাঁর নাম। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে মিল থাকায় সেদিন হাটের মানুষের সামনে মাথায় গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয় যুবক মুজিবরকে। বাজারের পাশে নালায় পড়ে থাকে তাঁর রক্তাক্ত মরদেহ। পরে পাশের সূর্যকুটি গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

সন্তোষপুর ইউনিয়নে নীলুর খামার গ্রামের বাসিন্দা মুজিবরের বাবার নাম নছর উদ্দিন ব্যাপারী। বর্তমানে মুজিবরের দুই মেয়ে ও এক ছেলে বেঁচে আছেন।

ওই দিন আটক হওয়া যুবকদের মধ্যে ছিলেন ময়ছার আলী ও মিজানুর রহমান। ভাগ্যক্রমে তাঁরা বেঁচে গেলেও সেদিনের সেই নৃশংসতা এখনো ভোলেননি। সম্প্রতি নাগেশ্বরীর সন্তোষপুর গ্রামে কথা হয় এই প্রবীণদের সঙ্গে।

ময়ছার ও মিজানুর জানান, মুজিবরসহ তাঁরা কেউই টেলিফোনের তার কাটায় জড়িত ছিলেন না। সবাইকে ছেড়ে দিলেও শুধু মুজিবর নাম হওয়ার কারণে তাঁকে বাজারের নালার কাছে দাঁড় করিয়ে মাথায় গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনারা। সেই দৃশ্য এখনো চোখে ভেসে ওঠে। এই দুজন মুজিবরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

মুজিবরের লাশের গোসল করিয়েছিলেন সূর্যকুটি গ্রামের বাটুল। তাঁর পুত্রবধূ জমিলা বেগম বলেন, ‘সেদিন মুজিবর চাচার শরীর রক্তে দেখা যাচ্ছিল না। আমার শ্বশুর তাঁর গোসল করান। এরপর তাঁকে কবর দেওয়া হয়।’

মুজিবরের ছেলে মোস্তাফিজার রহমান বলেন, ‘দেশ স্বাধীনের ৫০ বছর হয়ে গেলেও আমার বাবার আত্মত্যাগ এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। সরকারের কাছে অনুরোধ, আমার বাবাকে যেন রাষ্ট্রীয়ভাবে শহীদের স্বীকৃতি দেওয়া হয়। তাহলে বাবার আত্মা শান্তি পাবে। আমরাও বাকি জীবন গর্বের সঙ্গে বাঁচতে পারব।’

কুড়িগ্রামে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী বীর প্রতীক আব্দুল হাই সরকার বলেন, ‘মুজিবরসহ স্বাধীনতাযুদ্ধে এভাবে জীবনদানকারীদের রাষ্ট্রীয়ভাবে শহীদের স্বীকৃতি দিলে তাঁদের আত্মা শান্তি পাবে, আমরাও শান্তি পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত