Ajker Patrika

ভাতার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভাতার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামের রৌমারীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নেওয়া হয়েছে পাঁচ থেকে আট হাজার করে টাকা। এতে প্রকল্পের সুফল থেকে হতদরিদ্র নারীরা বঞ্চিত হচ্ছেন।

রৌমারী উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্র জানায়, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত ভিডব্লিউবি ২০২৩-২৪ চক্রের আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৩ হাজার ২৫৩টি কার্ড বরাদ্দ হয়। এর বিপরীতে অনলাইনে আবেদন পড়ে মোট ১২ হাজার ৪০০টি।

সংরক্ষিত নারী সদস্যদের সূত্রে জানা গেছে, নীতিমালা না মেনে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারদলীয় নেতাদের মধ্যে ভিডব্লিউবি কার্ডের উপকারভোগীদের নাম ভাগাভাগি করে নেওয়া হয়েছে। প্রতি কার্ড বিক্রি হয়েছে পাঁচ থেকে আট হাজার টাকা। এ ছাড়া এসব কার্ড ইউপি চেয়ারম্যানরা সদস্যদের মধ্যে ভাগ করে দেন।

রৌমারী সদর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের মোতালেবের স্ত্রী মাকছুদা খাতুন বলেন, ‘স্বামী অসুস্থ। তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে খুব কষ্টে আছি। মেম্বার-চেয়ারম্যান ও নেতাদের কাছে গিয়েছিলাম একটি কার্ডের জন্য। টাকা ছাড়া কার্ড হবে না বলে ফেরত দিয়েছেন তাঁরা।’

বন্দবেড় ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য রুবি খাতুন বলেন, ‘নীতিমালা অনুযায়ী ভাগ চাইতে গেলে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন। নীতিমালায় ১০০ নাম তালিকা করার এখতিয়ার থাকলেও আমাকে দেওয়া হয় ২০ জনের নাম তালিকা করার ক্ষমতা।’

যাদুরচর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রহিতন নেছা বলেন, ‘ভাগে ২০টি নাম পেয়েছি। তা নিজের আত্মীয়স্বজনদের নামে দেওয়া হয়েছে।’ টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এই সদস্য।

রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা বলেন, ৪২২টি নাম ভাগে পাওয়া গেছে। তা দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

বন্দবেড় ইউপির চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘সংরক্ষিত নারী সদস্যরা ভিডব্লিউবি তালিকা যাচাই-বাছাই কমিটির প্রধান হবেন এমন নিয়ম নেই। জনসংখ্যার অনুপাতে নাম ভাগ করে দেওয়া হয়েছে।’

টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

রৌমারী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেবুন নেছা বলেন, ‘ভাগাভাগির বিষয়টি আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত