চুয়াডাঙ্গায় ভ্যান ও মোবাইল কেড়ে নিতে বিষ খাইয়ে হত্যা করা হয় যুবককে
মজনু খাঁ ওরফে ফজলু (২৯) ও মো. জব্বার মিয়া (২৯) সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই। দুজনই বিদ্যুতের খুঁটি তৈরির কারখানায় কাজ করতেন। জব্বার সমিতি থেকে তোলা কিস্তির টাকা শোধের জন্য ফজলুর ভ্যান ও মোবাইল কেড়ে নেওয়ার পরিকল্পনা করেন। গত ২০ ফেব্রুয়ারি রাতে ফজলুকে ডেকে কৌশলে কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দ