Ajker Patrika

আখাউড়ায় যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তালাবদ্ধ ঘর থেকে মোরছালিন ভূইয়া নামের এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুল্লাহর তালাবদ্ধ বসত ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মোরছালিন ভূইয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের নূর মোহাম্মদের ছেলে। 

এদিকে ঘটনার পর থেকে বাড়িতে তালা লাগিয়ে আব্দুল্লাসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। 

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিবনগর গ্রামের আব্দুল্লাহর ঘরের তালা ভেঙে বস্তায় বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। নিহতের গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছি।’ 

তিনি আরও বলেন, ‘আব্দুল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদকসহ আখাউড়া থানায় ১৬টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে টাকা পয়সার বিরোধকে কেন্দ্র করে হত্যা করেছে বলে ধারণা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত