Ajker Patrika

নামাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
নামাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল রোববার দিবাগত রাতে শবে বরাতের নামাজ পড়ার জন্য ডেকে নিয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।  

পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত যুবকের নাম হোসেন আলী (২২)। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার নূর নবীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১১টায় কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে রক্তাক্ত অবস্থায় হোসেন আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ‘রোববার রাত ১০টায় হোসেন আলীকে তার বন্ধুরা শবে বরাতের নামাজ পড়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে পাওনা টাকা আদায় করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহতের গলায়, কানে ও পেটে ছুরির আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত