Ajker Patrika

মানিকগঞ্জে ট্রাকের ব্যাটারি চুরি, যুবক আটক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের ব্যাটারি চুরি করে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল এক যুবক। পরে ৯৯৯ এ কল দিয়ে ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়। আজ সোমবার উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম জীবন মোল্লা (২৫), তিনি উপজেলার গালা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তফা মোল্লার ভাতিজা।

ট্রাকমালিক সুজন মিয়া বলেন, ‘আমার গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে পালানোর সময় গালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তফা মোল্লার ভাতিজা জীবনকে আটক করি। পরে ৯৯৯ এ কল দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছি এবং থানায় একটি মামলা রুজু করব।’

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাটারি চুরির ঘটনায় যুবককে থানায় আনা হয়েছে। বাদী এসে অভিযোগ দিলেই মামলা রুজু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত