Ajker Patrika

পূর্ব বিরোধে পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
পূর্ব বিরোধে পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব বিরোধের জেরে পাবনা শহরে আবুল কাশেম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার বিকেলে শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবক শহরের তালবাগান এলাকার আবুল হোসেনের ছেলে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি ওই এলাকায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবুল কাসেমের সঙ্গে একই এলাকার সামির হোসেনসহ কিছু যুবকের বিরোধ চলছিল। 

রোববার আবুল কাশেম তার বাড়ি থেকে বের হলে সামিরের বাবা লাড্ডু সুলতান তাকে দেখতে পান। পরে তিনি বাড়ি থেকে চাকু এনে আবুল কাশেমকে আঘাত করেন। এ সময় সামির ও তার বাবার নেতৃত্বে আরও ৭-৮ জন যুবক সেখানে উপস্থিত হয়ে তারাও এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করেন। 

একপর্যায়ে আবুল কাশেম মাটিতে পড়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সঙ্গে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত