ভারতে সুঠাম দেহ পেতে শরীরে জিঙ্কের পরিমাণ বাড়াতে ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক গিলে ফেলেছেন এক যুবক। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা তাঁর পেট থেকে কয়েন ও চুম্বকগুলো বের করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সী ওই যুবক প্রায় ২০ দিন ধরে পেটব্যথায় ভুগছিলেন ও বারবার বমি করছিলেন। তিনি কিছু খেতেও পারছিলেন না। যুবকের স্বজনেরা চিকিৎসককে জানান, তিনি দুই থেকে তিন সপ্তাহ ধরে কয়েন ও চুম্বক খাচ্ছিলেন।
চিকিৎসকেরা প্রথমে পেটের এক্স-রে করে সেখানে কয়েন ও চুম্বকের আকৃতির কিছু দেখতে পেয়ে সিটি স্ক্যান করেও অনেকগুলো কয়েন ও চুম্বক দেখতে পান। এগুলো তাঁর অন্ত্রে বাধা তৈরি করে রেখেছিল।
সিটি স্ক্যান দেখে চিকিৎসকেরা তাৎক্ষণিক তাঁর অস্ত্রোপচার করে কয়েনগুলো বের করার চেষ্টা করেন। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা চুম্বক ও কয়েনগুলো দুটি ভিন্ন প্যাঁচে আটকে থাকতে দেখেন। চৌম্বক ধর্মের কারণে এ দুটি প্যাঁচ একত্রে জোড়া লেগেছিল।
যুবকের পেট থেকে এক, দুই ও পাঁচ টাকার ৩৯টি কয়েন এবং বিভিন্ন আকৃতির ৩৭টি চুম্বক বের করেন। সুঠাম দেহ পেতে সাহায্য করবে ভেবেই চুম্বক ও কয়েন গিলেছিলেন বলে জানান ওই যুবক।
কয়েনগুলোতে জিঙ্ক ছিল, যা বডি বিল্ডিংয়ে সহায়তা করে। তাঁর ধারণা ছিল, চুম্বক খেলে কয়েনগুলো ক্ষুদ্রান্ত্রেই থাকবে আর জিঙ্ক শোষণে সাহায্য করবে।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের পরই যুবককে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাঁদের দাবি, ওই যুবকের আগে মানসিক রোগ ছিল এবং তিনি এর জন্য অতীতে চিকিৎসাও নিয়েছেন।
ভারতে সুঠাম দেহ পেতে শরীরে জিঙ্কের পরিমাণ বাড়াতে ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক গিলে ফেলেছেন এক যুবক। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা তাঁর পেট থেকে কয়েন ও চুম্বকগুলো বের করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সী ওই যুবক প্রায় ২০ দিন ধরে পেটব্যথায় ভুগছিলেন ও বারবার বমি করছিলেন। তিনি কিছু খেতেও পারছিলেন না। যুবকের স্বজনেরা চিকিৎসককে জানান, তিনি দুই থেকে তিন সপ্তাহ ধরে কয়েন ও চুম্বক খাচ্ছিলেন।
চিকিৎসকেরা প্রথমে পেটের এক্স-রে করে সেখানে কয়েন ও চুম্বকের আকৃতির কিছু দেখতে পেয়ে সিটি স্ক্যান করেও অনেকগুলো কয়েন ও চুম্বক দেখতে পান। এগুলো তাঁর অন্ত্রে বাধা তৈরি করে রেখেছিল।
সিটি স্ক্যান দেখে চিকিৎসকেরা তাৎক্ষণিক তাঁর অস্ত্রোপচার করে কয়েনগুলো বের করার চেষ্টা করেন। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা চুম্বক ও কয়েনগুলো দুটি ভিন্ন প্যাঁচে আটকে থাকতে দেখেন। চৌম্বক ধর্মের কারণে এ দুটি প্যাঁচ একত্রে জোড়া লেগেছিল।
যুবকের পেট থেকে এক, দুই ও পাঁচ টাকার ৩৯টি কয়েন এবং বিভিন্ন আকৃতির ৩৭টি চুম্বক বের করেন। সুঠাম দেহ পেতে সাহায্য করবে ভেবেই চুম্বক ও কয়েন গিলেছিলেন বলে জানান ওই যুবক।
কয়েনগুলোতে জিঙ্ক ছিল, যা বডি বিল্ডিংয়ে সহায়তা করে। তাঁর ধারণা ছিল, চুম্বক খেলে কয়েনগুলো ক্ষুদ্রান্ত্রেই থাকবে আর জিঙ্ক শোষণে সাহায্য করবে।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের পরই যুবককে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাঁদের দাবি, ওই যুবকের আগে মানসিক রোগ ছিল এবং তিনি এর জন্য অতীতে চিকিৎসাও নিয়েছেন।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
২২ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২৪ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৬ এপ্রিল ২০২৫গত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৪ এপ্রিল ২০২৫