অনলাইন ডেস্ক
ভারতে সুঠাম দেহ পেতে শরীরে জিঙ্কের পরিমাণ বাড়াতে ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক গিলে ফেলেছেন এক যুবক। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা তাঁর পেট থেকে কয়েন ও চুম্বকগুলো বের করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সী ওই যুবক প্রায় ২০ দিন ধরে পেটব্যথায় ভুগছিলেন ও বারবার বমি করছিলেন। তিনি কিছু খেতেও পারছিলেন না। যুবকের স্বজনেরা চিকিৎসককে জানান, তিনি দুই থেকে তিন সপ্তাহ ধরে কয়েন ও চুম্বক খাচ্ছিলেন।
চিকিৎসকেরা প্রথমে পেটের এক্স-রে করে সেখানে কয়েন ও চুম্বকের আকৃতির কিছু দেখতে পেয়ে সিটি স্ক্যান করেও অনেকগুলো কয়েন ও চুম্বক দেখতে পান। এগুলো তাঁর অন্ত্রে বাধা তৈরি করে রেখেছিল।
সিটি স্ক্যান দেখে চিকিৎসকেরা তাৎক্ষণিক তাঁর অস্ত্রোপচার করে কয়েনগুলো বের করার চেষ্টা করেন। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা চুম্বক ও কয়েনগুলো দুটি ভিন্ন প্যাঁচে আটকে থাকতে দেখেন। চৌম্বক ধর্মের কারণে এ দুটি প্যাঁচ একত্রে জোড়া লেগেছিল।
যুবকের পেট থেকে এক, দুই ও পাঁচ টাকার ৩৯টি কয়েন এবং বিভিন্ন আকৃতির ৩৭টি চুম্বক বের করেন। সুঠাম দেহ পেতে সাহায্য করবে ভেবেই চুম্বক ও কয়েন গিলেছিলেন বলে জানান ওই যুবক।
কয়েনগুলোতে জিঙ্ক ছিল, যা বডি বিল্ডিংয়ে সহায়তা করে। তাঁর ধারণা ছিল, চুম্বক খেলে কয়েনগুলো ক্ষুদ্রান্ত্রেই থাকবে আর জিঙ্ক শোষণে সাহায্য করবে।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের পরই যুবককে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাঁদের দাবি, ওই যুবকের আগে মানসিক রোগ ছিল এবং তিনি এর জন্য অতীতে চিকিৎসাও নিয়েছেন।
ভারতে সুঠাম দেহ পেতে শরীরে জিঙ্কের পরিমাণ বাড়াতে ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক গিলে ফেলেছেন এক যুবক। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা তাঁর পেট থেকে কয়েন ও চুম্বকগুলো বের করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সী ওই যুবক প্রায় ২০ দিন ধরে পেটব্যথায় ভুগছিলেন ও বারবার বমি করছিলেন। তিনি কিছু খেতেও পারছিলেন না। যুবকের স্বজনেরা চিকিৎসককে জানান, তিনি দুই থেকে তিন সপ্তাহ ধরে কয়েন ও চুম্বক খাচ্ছিলেন।
চিকিৎসকেরা প্রথমে পেটের এক্স-রে করে সেখানে কয়েন ও চুম্বকের আকৃতির কিছু দেখতে পেয়ে সিটি স্ক্যান করেও অনেকগুলো কয়েন ও চুম্বক দেখতে পান। এগুলো তাঁর অন্ত্রে বাধা তৈরি করে রেখেছিল।
সিটি স্ক্যান দেখে চিকিৎসকেরা তাৎক্ষণিক তাঁর অস্ত্রোপচার করে কয়েনগুলো বের করার চেষ্টা করেন। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা চুম্বক ও কয়েনগুলো দুটি ভিন্ন প্যাঁচে আটকে থাকতে দেখেন। চৌম্বক ধর্মের কারণে এ দুটি প্যাঁচ একত্রে জোড়া লেগেছিল।
যুবকের পেট থেকে এক, দুই ও পাঁচ টাকার ৩৯টি কয়েন এবং বিভিন্ন আকৃতির ৩৭টি চুম্বক বের করেন। সুঠাম দেহ পেতে সাহায্য করবে ভেবেই চুম্বক ও কয়েন গিলেছিলেন বলে জানান ওই যুবক।
কয়েনগুলোতে জিঙ্ক ছিল, যা বডি বিল্ডিংয়ে সহায়তা করে। তাঁর ধারণা ছিল, চুম্বক খেলে কয়েনগুলো ক্ষুদ্রান্ত্রেই থাকবে আর জিঙ্ক শোষণে সাহায্য করবে।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের পরই যুবককে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাঁদের দাবি, ওই যুবকের আগে মানসিক রোগ ছিল এবং তিনি এর জন্য অতীতে চিকিৎসাও নিয়েছেন।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে