মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি জুবেদা-মরিয়মেরা
মাথায় ওপর একটু ছাউনির স্বপ্ন দেখতে দেখতে জীবন সায়াহ্নে এসে পৌঁছেছেন। কিন্তু স্বামী মনহর আলীর মৃত্যুর পর সে স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিলেন। স্বামী-সন্তান-সংসার নেই, অন্যের ভাঙা ঘর কিংবা বারান্দায় রাত কাটাতেন। ঝড়-বৃষ্টি আর শীতে...