Ajker Patrika

সমাজসেবা কর্মকর্তাকে হত্যার হুমকি কৃষক লীগ নেতার

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১: ৩৬
সমাজসেবা কর্মকর্তাকে হত্যার হুমকি কৃষক লীগ নেতার

গফরগাঁও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. মজিবুর রহমানের বিরুদ্ধে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি ত্রিশাল উপজেলায় সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকলেও গফরগাঁওয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ডায়েরি সূত্র ও ভুক্তভোগী মাহমুদুল হাসান জানান, যশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. মজিবুর রহমান নিজ গ্রাম কাঠালিডিংগায় মায়ের নামে যোহরা খাতুন বালিকা এতিম খানা এবং বাবার নামে কাঠালি ডিংগা এলাহীবক্স এতিমখানা প্রতিষ্ঠা করেন। এ দুটি প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর থেকে বছরে ৭ থেকে ৮ লাখ টাকা অনুদান পায়।

আরও জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ১ আগস্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি তদন্ত দল এতিমখানা দুটি পরিদর্শনে করেন। সেখানে কোনো ছাত্র-ছাত্রীর দেখা পাননি। এ ছাড়া এতিমখানার কক্ষগুলো ব্যবহারের অনুপযোগী পান। এ ঘটনার প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিলে সমাজসেবা অধিদপ্তর অনুদান বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কৃষক লীগ নেতা মুজিবুর রহমান মোবাইল ফোনে সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানকে গালাগাল করেন ও প্রাণনাশের হুমকি দেন।

পরে গত মঙ্গলবার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত দল এতিমখানা পরিদর্শনে যান। এই তদন্ত দল ফিরে গেলে মজিবুর রহমান উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে অন্যান্য কর্মচারীদের সামনে সমাজসেবা কর্মকর্তাকে গালাগাল করে প্রাণনাশের হুমকি দেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘মজিবুর রহমান মোবাইল ফোনে আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। মঙ্গলবার আমার কার্যালয়ে এসে সবার সামনে আমাকে হুমকি দেন। বিষয়টি ইউএনও ও বিভাগীয় কর্তৃপক্ষকে অবহিত করে থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার কাছে অনৈতিক সুবিধা না পেয়ে দুই এতিমখানার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। এ বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘সমাজসেবা কর্মকর্তার দায়ের করা সাধারণ ডায়েরি তদন্ত করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমাকে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত