কোপেনহেগেন থেকে এবার জয় নিয়ে ফিরতে পারবেন তো গার্দিওলা
দুই মাস বিরতি শেষে আজ রাতে ফিরছে চ্যাম্পিয়নস লিগ। এবার লড়াই শেষ ষোলোর। এফসি কোপেনহেগেনের বিপক্ষে প্রথম লেগ খেলতে ডেনমার্ক সফরে গেছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে, তাদের মাঠ রেড বুল অ্যারেনায়।