জীবনের ২৪ বসন্তে গতকাল পা দিয়েছেন হুলিয়ান আলভারেজ। স্মরণীয় মুহূর্তকে দুর্দান্তভাবে রাঙালেনও তিনি। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর জোড়া গোলে বার্নলিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
জোড়া গোলে একটা রেকর্ডও গড়েছেন আলভারেজ। ফুটবলের পরিসংখ্যানবিষয়ক এক্স অ্যাকাউন্ট অপটার জোর তথ্য অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগে জন্মদিনে কমপক্ষে জোড়া গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। আর সব মিলিয়ে দশম ফুটবলার।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গুরুর কাছ থেকে প্রশংসাও পেয়েছেন আলভারেজ। সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘জুলিয়ান অবিশ্বাস্য এবং একজন অসাধারণ ফুটবলার। সে আমাদের অনেকভাবে সহায়তা করছে। সত্যি ভালো। তার জন্মদিনের জন্য আমি খুব খুশি হয়েছি। তবে শুধু গোলের জন্য নয়, সে আমাদের জন্য যা করে।’
ইতিহাদে ২২ মিনিটের মধ্যে গতকাল জোড়া গোল পায় ম্যানসিটি। ২টি গোলই করেন আলভারেজ। প্রথমটি ১৬ মিনিটে করেন হেডে আর ২২ মিনিটে করেন ডান পায়ে। তবে তাঁকে সহায়তা করা কেভিন ডি ব্রুইনার বুদ্ধিদীপ্ত নিচু ফ্রি কিকটা ছিল দেখার মতো। আর কোনো গোল না হলে দুই দলই বিরতিতে যায়।
তবে বিরতির রেশ শেষ হতে না হতেই তৃতীয় গোল পেয়ে যায় সিটি। ৪৬ মিনিটে দলকে তৃতীয় লিড এনে দেন রদ্রি। অন্যদিকে যোগ করা সময়ে ব্যবধান কমান বার্নলির আমিন আল-দাখিল। সিটির গোলের সংখ্যা অবশ্য আরও বাড়তে পারত। যদি না এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফেরা আর্লিং হালান্ড দুটি সহজ গোলের সুযোগ হাতছাড়া না করতেন। ডি ব্রুইনার বদলি হিসেবে ম্যাচের ৭১ মিনিটে বদলি নামেন তিনি।
বার্নলির বিপক্ষে এ জয়ে টানা ১৩ ম্যাচ জিতল ম্যানসিটি। গোলের ব্যবধানটাও চোখে লাগার মতো। সিটির ৪৬ গোলের বিপরীতে ২ গোল বার্নলির। এর অর্থ বার্নলির কোচ ভিনসেন্ট কোম্পানিকে যেন কোচিং শিক্ষাও দিলেন গার্দিওলা। যেমনটা খেলোয়াড় থাকার সময় সিটিতে দীক্ষা নিয়েছেন কোম্পানি।
অন্যদিকে অ্যানফিল্ডে চেলসিকে ৪–১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লিভারপুল। গোল চারটি করেছেন—ডিয়াগো জোতা, কনর ব্র্যাডলি, ডমিনিক সোবোসজলাই ও লুইস দিয়াজ। চেলসির হয়ে ব্যবধান কমানো গোলটি ক্রিস্টোফার এনকুকুর।
জীবনের ২৪ বসন্তে গতকাল পা দিয়েছেন হুলিয়ান আলভারেজ। স্মরণীয় মুহূর্তকে দুর্দান্তভাবে রাঙালেনও তিনি। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর জোড়া গোলে বার্নলিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
জোড়া গোলে একটা রেকর্ডও গড়েছেন আলভারেজ। ফুটবলের পরিসংখ্যানবিষয়ক এক্স অ্যাকাউন্ট অপটার জোর তথ্য অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগে জন্মদিনে কমপক্ষে জোড়া গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। আর সব মিলিয়ে দশম ফুটবলার।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গুরুর কাছ থেকে প্রশংসাও পেয়েছেন আলভারেজ। সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘জুলিয়ান অবিশ্বাস্য এবং একজন অসাধারণ ফুটবলার। সে আমাদের অনেকভাবে সহায়তা করছে। সত্যি ভালো। তার জন্মদিনের জন্য আমি খুব খুশি হয়েছি। তবে শুধু গোলের জন্য নয়, সে আমাদের জন্য যা করে।’
ইতিহাদে ২২ মিনিটের মধ্যে গতকাল জোড়া গোল পায় ম্যানসিটি। ২টি গোলই করেন আলভারেজ। প্রথমটি ১৬ মিনিটে করেন হেডে আর ২২ মিনিটে করেন ডান পায়ে। তবে তাঁকে সহায়তা করা কেভিন ডি ব্রুইনার বুদ্ধিদীপ্ত নিচু ফ্রি কিকটা ছিল দেখার মতো। আর কোনো গোল না হলে দুই দলই বিরতিতে যায়।
তবে বিরতির রেশ শেষ হতে না হতেই তৃতীয় গোল পেয়ে যায় সিটি। ৪৬ মিনিটে দলকে তৃতীয় লিড এনে দেন রদ্রি। অন্যদিকে যোগ করা সময়ে ব্যবধান কমান বার্নলির আমিন আল-দাখিল। সিটির গোলের সংখ্যা অবশ্য আরও বাড়তে পারত। যদি না এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফেরা আর্লিং হালান্ড দুটি সহজ গোলের সুযোগ হাতছাড়া না করতেন। ডি ব্রুইনার বদলি হিসেবে ম্যাচের ৭১ মিনিটে বদলি নামেন তিনি।
বার্নলির বিপক্ষে এ জয়ে টানা ১৩ ম্যাচ জিতল ম্যানসিটি। গোলের ব্যবধানটাও চোখে লাগার মতো। সিটির ৪৬ গোলের বিপরীতে ২ গোল বার্নলির। এর অর্থ বার্নলির কোচ ভিনসেন্ট কোম্পানিকে যেন কোচিং শিক্ষাও দিলেন গার্দিওলা। যেমনটা খেলোয়াড় থাকার সময় সিটিতে দীক্ষা নিয়েছেন কোম্পানি।
অন্যদিকে অ্যানফিল্ডে চেলসিকে ৪–১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লিভারপুল। গোল চারটি করেছেন—ডিয়াগো জোতা, কনর ব্র্যাডলি, ডমিনিক সোবোসজলাই ও লুইস দিয়াজ। চেলসির হয়ে ব্যবধান কমানো গোলটি ক্রিস্টোফার এনকুকুর।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে