২০২৩ সালটা পেপ গার্দিওলার কাছে স্বপ্নের মতো এক বছর। ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়েছেন। তাঁর অধীনে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে ম্যান সিটি। বর্ষসেরা ক্লাব কোচ হওয়ার দৌড়ে তিনিই ছিলেন অনেকটা এগিয়ে। শেষ পর্যন্ত গার্দিওলা যোজন যোজন ব্যবধানে এগিয়ে থেকে হয়েছেন ২০২৩-এর বর্ষসেরা ক্লাব কোচ।
ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণ করা সংস্থা (আইএফএফএইচএস) বর্ষসেরা ক্লাব কোচ হিসেবে বেছে নিয়েছে পেপ গার্দিওলাকে। এ নিয়ে তৃতীয়বারের মতো আইএফএফএইচএস বর্ষসেরা ক্লাব কোচ হয়েছেন গার্দিওলা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে বর্ষসেরা ক্লাব কোচ হয়েছিলেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির কোচের পয়েন্ট ২৮১। ম্যান সিটি, বার্সা, বায়ার্ন মিউনিখ—তিন ক্লাবের হয়ে চারটি ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে তাঁর। গার্দিওলার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কার্লো আনচেলত্তির পয়েন্ট ৫৬। আনচেলত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর কোনো শিরোপা রিয়াল মাদ্রিদ জিততে পারেনি ঠিকই। তবে চলতি মৌসুমে (২০২৩-২৪) লা লিগা, চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট তালিকার শীর্ষে মাদ্রিদ। ৩ নম্বরে থাকা লুসিয়ানো স্পালেত্তির পয়েন্ট ৫৩। তাঁর অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি ‘আ’ জিতেছে নাপোলি। সিরি ‘আ’ জিততে নাপোলিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর।
৪ ও ৫-এ থাকা সিমওয়ান ইনজাগি ও ফার্নান্দো দিনিজের পয়েন্ট ৫১ ও ৩৩। ইনজাগির অধীনে ইন্টার মিলান ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে হয়েছিল রানার্সআপ। আর দিনিজের অধীনে ২০২৩ ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয় ফ্লুমিনেন্স। ইন্টার মিলান, ফ্লুমিনেন্স—দুই দলেরই প্রতিপক্ষ ছিল গার্দিওয়লার ম্যান সিটি। ৩৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছেন মিকেল আর্তেতা। আর্তেতার অধীনে আর্সেনাল গত মৌসুমে (২০২২-২৩) প্রিমিয়ার লিগে হয়েছে রানার্সআপ। অন্যদিকে জাভি হার্নান্দেজের অধীনে বদলে গেছে বার্সেলোনাও। ২০২২-২৩ মৌসুমের লা লিগা বার্সা জেতে জাভির অধীনে। চার বছর পর বার্সাকে লা লিগা এনে দেওয়া জাভি ২৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে।
আইএফএফএইচএসের তালিকায় ২০২৩-এর সেরা ১০ ক্লাব কোচ:
কোচ ক্লাব পয়েন্ট
পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ২৮১
কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ৫৬
লুসিয়ানো স্পালেত্তি নাপোলি ৫৩
সিমওয়ান ইনজাগি ইন্টার মিলান ৫১
ফার্নান্দো দিনিজ ফ্লুমিনেন্স ৩৩
মিকেল আর্তেতা আর্সেনাল ৩০
জাভি হার্নান্দেজ বার্সেলোনা ২৬
অ্যাঞ্জি পোস্তেসোগ্লু সেলটিক/টটেনহাম ১২
উনাই এমেরি অ্যাস্টন ভিলা ৮
ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ৬
২০২৩ সালটা পেপ গার্দিওলার কাছে স্বপ্নের মতো এক বছর। ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়েছেন। তাঁর অধীনে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে ম্যান সিটি। বর্ষসেরা ক্লাব কোচ হওয়ার দৌড়ে তিনিই ছিলেন অনেকটা এগিয়ে। শেষ পর্যন্ত গার্দিওলা যোজন যোজন ব্যবধানে এগিয়ে থেকে হয়েছেন ২০২৩-এর বর্ষসেরা ক্লাব কোচ।
ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণ করা সংস্থা (আইএফএফএইচএস) বর্ষসেরা ক্লাব কোচ হিসেবে বেছে নিয়েছে পেপ গার্দিওলাকে। এ নিয়ে তৃতীয়বারের মতো আইএফএফএইচএস বর্ষসেরা ক্লাব কোচ হয়েছেন গার্দিওলা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে বর্ষসেরা ক্লাব কোচ হয়েছিলেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির কোচের পয়েন্ট ২৮১। ম্যান সিটি, বার্সা, বায়ার্ন মিউনিখ—তিন ক্লাবের হয়ে চারটি ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে তাঁর। গার্দিওলার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কার্লো আনচেলত্তির পয়েন্ট ৫৬। আনচেলত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর কোনো শিরোপা রিয়াল মাদ্রিদ জিততে পারেনি ঠিকই। তবে চলতি মৌসুমে (২০২৩-২৪) লা লিগা, চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট তালিকার শীর্ষে মাদ্রিদ। ৩ নম্বরে থাকা লুসিয়ানো স্পালেত্তির পয়েন্ট ৫৩। তাঁর অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি ‘আ’ জিতেছে নাপোলি। সিরি ‘আ’ জিততে নাপোলিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর।
৪ ও ৫-এ থাকা সিমওয়ান ইনজাগি ও ফার্নান্দো দিনিজের পয়েন্ট ৫১ ও ৩৩। ইনজাগির অধীনে ইন্টার মিলান ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে হয়েছিল রানার্সআপ। আর দিনিজের অধীনে ২০২৩ ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয় ফ্লুমিনেন্স। ইন্টার মিলান, ফ্লুমিনেন্স—দুই দলেরই প্রতিপক্ষ ছিল গার্দিওয়লার ম্যান সিটি। ৩৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছেন মিকেল আর্তেতা। আর্তেতার অধীনে আর্সেনাল গত মৌসুমে (২০২২-২৩) প্রিমিয়ার লিগে হয়েছে রানার্সআপ। অন্যদিকে জাভি হার্নান্দেজের অধীনে বদলে গেছে বার্সেলোনাও। ২০২২-২৩ মৌসুমের লা লিগা বার্সা জেতে জাভির অধীনে। চার বছর পর বার্সাকে লা লিগা এনে দেওয়া জাভি ২৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে।
আইএফএফএইচএসের তালিকায় ২০২৩-এর সেরা ১০ ক্লাব কোচ:
কোচ ক্লাব পয়েন্ট
পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ২৮১
কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ৫৬
লুসিয়ানো স্পালেত্তি নাপোলি ৫৩
সিমওয়ান ইনজাগি ইন্টার মিলান ৫১
ফার্নান্দো দিনিজ ফ্লুমিনেন্স ৩৩
মিকেল আর্তেতা আর্সেনাল ৩০
জাভি হার্নান্দেজ বার্সেলোনা ২৬
অ্যাঞ্জি পোস্তেসোগ্লু সেলটিক/টটেনহাম ১২
উনাই এমেরি অ্যাস্টন ভিলা ৮
ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ৬
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে