Ajker Patrika

ম্যানসিটি তারকার বাড়িতে চুরি, নিয়ে গেল ১৪ কোটি টাকার সম্পদ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫৮
ম্যানসিটি তারকার বাড়িতে চুরি, নিয়ে গেল ১৪ কোটি টাকার সম্পদ

চুরি হয়েছে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের বাড়িতে। বাংলাদেশ সময় গত বুধবার রাতে প্রিমিয়ার লিগে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে খেলতে লিভারপুলের গিয়েছিলেন তিনি। ম্যাচটিতে তাঁর দল সিটি পিছিয়ে পড়েও জিতেছে ৩-১ গোলে। তবে সেই সুখস্মৃতির মধ্যে এই দুঃসংবাদ শুনলেন ইংলিশ তারকা। ম্যাচের সময় চোরেরা গ্রিলিশের চেশায়ারের ম্যানসনে ঢুকে। 

দ্য সান নিউজপেপারের বরাতে আজ বিবিসি জানিয়েছে, গ্রিলিশের বাড়ি থেকে গহনা ও ঘড়ি চুরি হয়েছে, যার মূল্য ১ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি)। চোরদের শনাক্তের জন্য প্রশিক্ষিত কুকুর ও হেলিকপ্টারের সহায়তা নেওয়া হচ্ছে। তবে পুলিশ সন্দেহভাজন কাউকে এখনো খুঁজে পায়নি। চেশায়ারের পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে।’

২০২১ সালে অ্যাস্টন ভিলা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গ্রিলিশ। ২৮ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার প্রতি সপ্তাহে বেতন পান ৩ লাখ পাউন্ড বা প্রায় ৪ কোটি টাকা। গত বছর তিনি ৫.৬ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি কিনেছেন। 

আরেক ইংলিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, চুরির সময় বাড়িতে টিভির সামনে গ্রিলিশের ম্যাচ দেখতে বসেছিলেন তাঁর বাগদত্তা শাশা এটউড। সঙ্গে ছিলেন গ্রিলিশের মা-বাবা, দাদী ও ভাইবোনেরা। এ চুরির ঘটনায় তারা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। চোরদের গোলমালের আওয়াজ শুনে জরুরী ইমার্জেন্সি অ্যালার্ম বাজানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত