সিটির উৎসব করার সুযোগ করে দিল ম্যানইউ
ম্যানচেস্টার সিটির কোনো ম্যাচ ছিল না কাল রাতে। তবে পেপ গার্দিওলারা এই সময় শ্যাম্পেন নিয়ে টিভির সামনে বসেছিলেন কি না, নিশ্চিত নয়। অবশ্য তাঁদের হাতে শ্যাম্পেন থাকা অস্বাভাবিকও নয়। আগে থেকে আভাস ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের লেস্টারের কাছে হারলেই সিটির শিরোপা নিশ্চিত! হয়েছেও তা–ই। লেস্টারের কাছে ম্যানইউ