Ajker Patrika

করোনায় ১৪০০ কোটি টাকার ক্ষতি সিটির

করোনায় ১৪০০ কোটি টাকার ক্ষতি সিটির

করোনা অতিমারির শুরুর দিকে একেবারেই থেমে গিয়েছিল গোটা বিশ্ব। বিশেষ করে ইউরোপের অবস্থা ছিল খুবই ভয়াবহ। সংক্রমণ, মৃত্যুর হারে জনজীবন হয়ে পড়েছিল বিপর্যস্ত। বাদ যায়নি ফুটবলও। এতে ১২০ মিলিয়ন পাউন্ড বা ১৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে ম্যানচেস্টার সিটির।

২০২০–এর মার্চ থেকে জুন পর্যন্ত তিন মাস বন্ধ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। গত দুই বছরে গড়ে ৬০ মিলিয়ন পাউন্ড বা ৭০০ কোটি টাকার ক্ষতি সিটিজেনদের। বিপুল আর্থিক ক্ষতি হলেও সেটি পুষিয়ে নিতে আত্মবিশ্বাসী সিটির চেয়ারম্যান খালদুন আল মোবারক, ‘যুগের পর যুগ আমাদের সঙ্গে কিছু চুক্তিবদ্ধ কোম্পানি রয়েছে। আমাদের তহবিল খুব শক্তিশালী।’ তিনি আরও যোগ করেছেন, ‘যাদের ওপর আমাদের আয় নির্ভরশীল, করোনা অতিমারিতে খুবই বাজে অবস্থা হয়েছে তাদের।’

এখনো গত মৌসুমের আর্থিক হিসাব পাওয়া যায়নি। পাওয়া গেলে ক্ষতির পরিমাণ আরও পরিষ্কার হবে বলে জানিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো, ‘২০১৯-২০ মৌসুমের হিসাবটা পুরোপুরি পরিষ্কার নয়, যেখানে ৩০ জুনের পরের খেলোয়াড় দলবদল ও ম্যাচের হিসাব দেওয়া হয়নি। এটা পেলে ২০২০-২১ মৌসুমে রাজস্বের হিসাব তখন পাওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত