ঢাকা: কী, শিরোনাম দেখে চমকে উঠলেন? ভাবছেন, কাল ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চেলসি হারিয়েছে ২-১ গোলে! তাহলে স্কোর লাইন ২:০ হয় কীভাবে?
এপ্রিলে ওয়েমব্লিতে এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জয়। আর কাল প্রিমিয়ার লিগে ২–১ গোলে জয়। সিটির মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচই জিতে স্কোরলাইন ‘২–০’ করে ফেলেছে চেলসি। আর এতেই ম্যানচেস্টার সিটি যেন হয়ে উঠেছে চেলসির ‘প্রিয়’ প্রতিপক্ষ! আর দুটো জয়েই অবদান রয়েছে চেলসি মিডফিল্ডার হাকিম জিয়েখের। কালকের হারে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লেও চেলসির চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটা হয়েছে ভালোই।
কাল ইতিহাদে চেলসি-ম্যানসিটি ম্যাচটি ছিল এক অর্থে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। ৩০ মে ইস্তাম্বুলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই দল। কাল নিজেদের ঝালিয়ে নিতে লড়াইটা হয়েছে জমজমাট।
৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে চেলসিকে ১–০ গোলে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই আগুয়েরোই মিস করেছেন সহজ একটি সুযোগ। পেনাল্টিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের পানেনকা শটটি সহজেই ঠেকিয়েছেন চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্দি।
৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন এফএ কাপ সেমিফাইনালের নায়ক হাকিম। আর কাল সিজার আজপিলিকুয়েতার সহায়তায় সরাসরি শটে সিটিজেনদের সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে টিমো ভেরনারের পাস দেন বদলি খেলোয়াড় মার্কোস অ্যালোনসোকে। দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন অ্যালোনসো।
কাল চেলসির বিপক্ষে ২-১ গোলে হারার পর পেপ গার্দিওলা হয়তো ভাবছেন, ‘ভাগ্যিস এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ছিল না!’। কে বলতে পারে, এই হারটিই হয়তো ইস্তাম্বুলে প্রতিশোধ নিতে সাহায্য করবে সিটিজেনদের। তবে টানা দুই জয়ে মানসিকভাবে চাঙা হয়েই ফাইনালটা নামতে পারবে চেলসি।
ঢাকা: কী, শিরোনাম দেখে চমকে উঠলেন? ভাবছেন, কাল ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চেলসি হারিয়েছে ২-১ গোলে! তাহলে স্কোর লাইন ২:০ হয় কীভাবে?
এপ্রিলে ওয়েমব্লিতে এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জয়। আর কাল প্রিমিয়ার লিগে ২–১ গোলে জয়। সিটির মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচই জিতে স্কোরলাইন ‘২–০’ করে ফেলেছে চেলসি। আর এতেই ম্যানচেস্টার সিটি যেন হয়ে উঠেছে চেলসির ‘প্রিয়’ প্রতিপক্ষ! আর দুটো জয়েই অবদান রয়েছে চেলসি মিডফিল্ডার হাকিম জিয়েখের। কালকের হারে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লেও চেলসির চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটা হয়েছে ভালোই।
কাল ইতিহাদে চেলসি-ম্যানসিটি ম্যাচটি ছিল এক অর্থে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। ৩০ মে ইস্তাম্বুলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই দল। কাল নিজেদের ঝালিয়ে নিতে লড়াইটা হয়েছে জমজমাট।
৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে চেলসিকে ১–০ গোলে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই আগুয়েরোই মিস করেছেন সহজ একটি সুযোগ। পেনাল্টিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের পানেনকা শটটি সহজেই ঠেকিয়েছেন চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্দি।
৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন এফএ কাপ সেমিফাইনালের নায়ক হাকিম। আর কাল সিজার আজপিলিকুয়েতার সহায়তায় সরাসরি শটে সিটিজেনদের সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে টিমো ভেরনারের পাস দেন বদলি খেলোয়াড় মার্কোস অ্যালোনসোকে। দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন অ্যালোনসো।
কাল চেলসির বিপক্ষে ২-১ গোলে হারার পর পেপ গার্দিওলা হয়তো ভাবছেন, ‘ভাগ্যিস এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ছিল না!’। কে বলতে পারে, এই হারটিই হয়তো ইস্তাম্বুলে প্রতিশোধ নিতে সাহায্য করবে সিটিজেনদের। তবে টানা দুই জয়ে মানসিকভাবে চাঙা হয়েই ফাইনালটা নামতে পারবে চেলসি।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১২ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে