ক্রীড়া ডেস্ক
ঢাকা: কী, শিরোনাম দেখে চমকে উঠলেন? ভাবছেন, কাল ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চেলসি হারিয়েছে ২-১ গোলে! তাহলে স্কোর লাইন ২:০ হয় কীভাবে?
এপ্রিলে ওয়েমব্লিতে এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জয়। আর কাল প্রিমিয়ার লিগে ২–১ গোলে জয়। সিটির মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচই জিতে স্কোরলাইন ‘২–০’ করে ফেলেছে চেলসি। আর এতেই ম্যানচেস্টার সিটি যেন হয়ে উঠেছে চেলসির ‘প্রিয়’ প্রতিপক্ষ! আর দুটো জয়েই অবদান রয়েছে চেলসি মিডফিল্ডার হাকিম জিয়েখের। কালকের হারে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লেও চেলসির চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটা হয়েছে ভালোই।
কাল ইতিহাদে চেলসি-ম্যানসিটি ম্যাচটি ছিল এক অর্থে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। ৩০ মে ইস্তাম্বুলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই দল। কাল নিজেদের ঝালিয়ে নিতে লড়াইটা হয়েছে জমজমাট।
৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে চেলসিকে ১–০ গোলে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই আগুয়েরোই মিস করেছেন সহজ একটি সুযোগ। পেনাল্টিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের পানেনকা শটটি সহজেই ঠেকিয়েছেন চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্দি।
৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন এফএ কাপ সেমিফাইনালের নায়ক হাকিম। আর কাল সিজার আজপিলিকুয়েতার সহায়তায় সরাসরি শটে সিটিজেনদের সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে টিমো ভেরনারের পাস দেন বদলি খেলোয়াড় মার্কোস অ্যালোনসোকে। দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন অ্যালোনসো।
কাল চেলসির বিপক্ষে ২-১ গোলে হারার পর পেপ গার্দিওলা হয়তো ভাবছেন, ‘ভাগ্যিস এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ছিল না!’। কে বলতে পারে, এই হারটিই হয়তো ইস্তাম্বুলে প্রতিশোধ নিতে সাহায্য করবে সিটিজেনদের। তবে টানা দুই জয়ে মানসিকভাবে চাঙা হয়েই ফাইনালটা নামতে পারবে চেলসি।
ঢাকা: কী, শিরোনাম দেখে চমকে উঠলেন? ভাবছেন, কাল ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চেলসি হারিয়েছে ২-১ গোলে! তাহলে স্কোর লাইন ২:০ হয় কীভাবে?
এপ্রিলে ওয়েমব্লিতে এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জয়। আর কাল প্রিমিয়ার লিগে ২–১ গোলে জয়। সিটির মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচই জিতে স্কোরলাইন ‘২–০’ করে ফেলেছে চেলসি। আর এতেই ম্যানচেস্টার সিটি যেন হয়ে উঠেছে চেলসির ‘প্রিয়’ প্রতিপক্ষ! আর দুটো জয়েই অবদান রয়েছে চেলসি মিডফিল্ডার হাকিম জিয়েখের। কালকের হারে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লেও চেলসির চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটা হয়েছে ভালোই।
কাল ইতিহাদে চেলসি-ম্যানসিটি ম্যাচটি ছিল এক অর্থে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। ৩০ মে ইস্তাম্বুলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই দল। কাল নিজেদের ঝালিয়ে নিতে লড়াইটা হয়েছে জমজমাট।
৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে চেলসিকে ১–০ গোলে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই আগুয়েরোই মিস করেছেন সহজ একটি সুযোগ। পেনাল্টিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের পানেনকা শটটি সহজেই ঠেকিয়েছেন চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্দি।
৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন এফএ কাপ সেমিফাইনালের নায়ক হাকিম। আর কাল সিজার আজপিলিকুয়েতার সহায়তায় সরাসরি শটে সিটিজেনদের সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে টিমো ভেরনারের পাস দেন বদলি খেলোয়াড় মার্কোস অ্যালোনসোকে। দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন অ্যালোনসো।
কাল চেলসির বিপক্ষে ২-১ গোলে হারার পর পেপ গার্দিওলা হয়তো ভাবছেন, ‘ভাগ্যিস এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ছিল না!’। কে বলতে পারে, এই হারটিই হয়তো ইস্তাম্বুলে প্রতিশোধ নিতে সাহায্য করবে সিটিজেনদের। তবে টানা দুই জয়ে মানসিকভাবে চাঙা হয়েই ফাইনালটা নামতে পারবে চেলসি।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৫ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৬ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১১ ঘণ্টা আগে