ঢাকা: কী, শিরোনাম দেখে চমকে উঠলেন? ভাবছেন, কাল ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চেলসি হারিয়েছে ২-১ গোলে! তাহলে স্কোর লাইন ২:০ হয় কীভাবে?
এপ্রিলে ওয়েমব্লিতে এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জয়। আর কাল প্রিমিয়ার লিগে ২–১ গোলে জয়। সিটির মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচই জিতে স্কোরলাইন ‘২–০’ করে ফেলেছে চেলসি। আর এতেই ম্যানচেস্টার সিটি যেন হয়ে উঠেছে চেলসির ‘প্রিয়’ প্রতিপক্ষ! আর দুটো জয়েই অবদান রয়েছে চেলসি মিডফিল্ডার হাকিম জিয়েখের। কালকের হারে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লেও চেলসির চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটা হয়েছে ভালোই।
কাল ইতিহাদে চেলসি-ম্যানসিটি ম্যাচটি ছিল এক অর্থে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। ৩০ মে ইস্তাম্বুলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই দল। কাল নিজেদের ঝালিয়ে নিতে লড়াইটা হয়েছে জমজমাট।
৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে চেলসিকে ১–০ গোলে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই আগুয়েরোই মিস করেছেন সহজ একটি সুযোগ। পেনাল্টিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের পানেনকা শটটি সহজেই ঠেকিয়েছেন চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্দি।
৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন এফএ কাপ সেমিফাইনালের নায়ক হাকিম। আর কাল সিজার আজপিলিকুয়েতার সহায়তায় সরাসরি শটে সিটিজেনদের সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে টিমো ভেরনারের পাস দেন বদলি খেলোয়াড় মার্কোস অ্যালোনসোকে। দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন অ্যালোনসো।
কাল চেলসির বিপক্ষে ২-১ গোলে হারার পর পেপ গার্দিওলা হয়তো ভাবছেন, ‘ভাগ্যিস এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ছিল না!’। কে বলতে পারে, এই হারটিই হয়তো ইস্তাম্বুলে প্রতিশোধ নিতে সাহায্য করবে সিটিজেনদের। তবে টানা দুই জয়ে মানসিকভাবে চাঙা হয়েই ফাইনালটা নামতে পারবে চেলসি।
ঢাকা: কী, শিরোনাম দেখে চমকে উঠলেন? ভাবছেন, কাল ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চেলসি হারিয়েছে ২-১ গোলে! তাহলে স্কোর লাইন ২:০ হয় কীভাবে?
এপ্রিলে ওয়েমব্লিতে এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জয়। আর কাল প্রিমিয়ার লিগে ২–১ গোলে জয়। সিটির মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচই জিতে স্কোরলাইন ‘২–০’ করে ফেলেছে চেলসি। আর এতেই ম্যানচেস্টার সিটি যেন হয়ে উঠেছে চেলসির ‘প্রিয়’ প্রতিপক্ষ! আর দুটো জয়েই অবদান রয়েছে চেলসি মিডফিল্ডার হাকিম জিয়েখের। কালকের হারে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লেও চেলসির চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটা হয়েছে ভালোই।
কাল ইতিহাদে চেলসি-ম্যানসিটি ম্যাচটি ছিল এক অর্থে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। ৩০ মে ইস্তাম্বুলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই দল। কাল নিজেদের ঝালিয়ে নিতে লড়াইটা হয়েছে জমজমাট।
৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে চেলসিকে ১–০ গোলে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই আগুয়েরোই মিস করেছেন সহজ একটি সুযোগ। পেনাল্টিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের পানেনকা শটটি সহজেই ঠেকিয়েছেন চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্দি।
৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন এফএ কাপ সেমিফাইনালের নায়ক হাকিম। আর কাল সিজার আজপিলিকুয়েতার সহায়তায় সরাসরি শটে সিটিজেনদের সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে টিমো ভেরনারের পাস দেন বদলি খেলোয়াড় মার্কোস অ্যালোনসোকে। দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন অ্যালোনসো।
কাল চেলসির বিপক্ষে ২-১ গোলে হারার পর পেপ গার্দিওলা হয়তো ভাবছেন, ‘ভাগ্যিস এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ছিল না!’। কে বলতে পারে, এই হারটিই হয়তো ইস্তাম্বুলে প্রতিশোধ নিতে সাহায্য করবে সিটিজেনদের। তবে টানা দুই জয়ে মানসিকভাবে চাঙা হয়েই ফাইনালটা নামতে পারবে চেলসি।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৯ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৯ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১২ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
১৩ ঘণ্টা আগে