ঢাকা: ম্যানচেস্টার সিটির কোনো ম্যাচ ছিল না কাল রাতে। তবে পেপ গার্দিওলারা এই সময় শ্যাম্পেন নিয়ে টিভির সামনে বসেছিলেন কি না, নিশ্চিত নয়। অবশ্য তাঁদের হাতে শ্যাম্পেন থাকা অস্বাভাবিকও নয়। আগে থেকে আভাস ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের লেস্টারের কাছে হারলেই সিটির শিরোপা নিশ্চিত! হয়েছেও তা–ই। লেস্টারের কাছে ম্যানইউ ২–১ গোলে হারতেই উৎসব শুরু সিটিতে।
মৌসুমজুড়ে দুর্দান্ত খেলা সিটি ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তাদের কাজ আগেই অনেকটা সেরে রেখেছিল। কাল তাদের আনুষ্ঠানিকতা সারার কাজটা করে দিল নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে লেস্টারের কাছে রেড ডেভিলরা হারতেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত সিটিজেনদের।
ম্যাচের প্রথমার্ধে লুক থমাসের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেডকে ৫ মিনিট পরেই ম্যাচে ফেরান ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধের এগিয়ে যেতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামে ম্যানইউ । দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটেই দুই পরিবর্তন আনে তারা। আক্রমণের ধার বাড়াতে ম্যাসন গ্রিনউড আর অ্যান্থনি এলেঙ্গাকে উঠিয়ে নিয়ে এডিনসন কাভানি ও মার্কাস রাশফোর্ডকে মাঠ নামান ওলে গুনার সুলশার। কাজের কাজ হয়নি, উল্টো ৬৬ মিনিটে গোল হজম করেছে একাদশে ১০ পরিবর্তন নিয়ে মাঠে নামা ইউনাইটেড। লেস্টারের জয়সূচক গোলটি করেন চাগলার সয়ুঞ্জু।
কাল লেস্টার বিপক্ষে মাঠে নামার আগে ৩৪ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ছিল ম্যানইউ। সুলশারের দলকে শিরোপ জিততে হলে লেস্টারের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। জিততে হতো লিগের বাকি সব ম্যাচও। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হতো সিটির বাকি ম্যাচগুলোর দিকেও। লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল সুলশারের দল। তাদের এই হারে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়েছে পেপ গার্দিওলার দল।
২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর তৃতীয়বারের মতো লিগ শিরোপা জিতলেন পেপ গার্দিওলা। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমেও লিগ শিরোপা জিতেছিল সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির এটি সপ্তম শিরোপা।
ঢাকা: ম্যানচেস্টার সিটির কোনো ম্যাচ ছিল না কাল রাতে। তবে পেপ গার্দিওলারা এই সময় শ্যাম্পেন নিয়ে টিভির সামনে বসেছিলেন কি না, নিশ্চিত নয়। অবশ্য তাঁদের হাতে শ্যাম্পেন থাকা অস্বাভাবিকও নয়। আগে থেকে আভাস ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের লেস্টারের কাছে হারলেই সিটির শিরোপা নিশ্চিত! হয়েছেও তা–ই। লেস্টারের কাছে ম্যানইউ ২–১ গোলে হারতেই উৎসব শুরু সিটিতে।
মৌসুমজুড়ে দুর্দান্ত খেলা সিটি ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তাদের কাজ আগেই অনেকটা সেরে রেখেছিল। কাল তাদের আনুষ্ঠানিকতা সারার কাজটা করে দিল নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে লেস্টারের কাছে রেড ডেভিলরা হারতেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত সিটিজেনদের।
ম্যাচের প্রথমার্ধে লুক থমাসের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেডকে ৫ মিনিট পরেই ম্যাচে ফেরান ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধের এগিয়ে যেতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামে ম্যানইউ । দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটেই দুই পরিবর্তন আনে তারা। আক্রমণের ধার বাড়াতে ম্যাসন গ্রিনউড আর অ্যান্থনি এলেঙ্গাকে উঠিয়ে নিয়ে এডিনসন কাভানি ও মার্কাস রাশফোর্ডকে মাঠ নামান ওলে গুনার সুলশার। কাজের কাজ হয়নি, উল্টো ৬৬ মিনিটে গোল হজম করেছে একাদশে ১০ পরিবর্তন নিয়ে মাঠে নামা ইউনাইটেড। লেস্টারের জয়সূচক গোলটি করেন চাগলার সয়ুঞ্জু।
কাল লেস্টার বিপক্ষে মাঠে নামার আগে ৩৪ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ছিল ম্যানইউ। সুলশারের দলকে শিরোপ জিততে হলে লেস্টারের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। জিততে হতো লিগের বাকি সব ম্যাচও। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হতো সিটির বাকি ম্যাচগুলোর দিকেও। লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল সুলশারের দল। তাদের এই হারে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়েছে পেপ গার্দিওলার দল।
২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর তৃতীয়বারের মতো লিগ শিরোপা জিতলেন পেপ গার্দিওলা। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমেও লিগ শিরোপা জিতেছিল সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির এটি সপ্তম শিরোপা।
ফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
৮ মিনিট আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
২৭ মিনিট আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
৩৮ মিনিট আগেরাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
১১ ঘণ্টা আগে