Ajker Patrika

পুরোনো ঝাল মেটানোর সুযোগ ডি ব্রুইনের

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। পোর্তোতে অল ইংলিশ ফাইনালে সিটিজেনদের তুরুপের তাস কেভিন ডি ব্রুইন। তবে সিটি তারকার কাছেও ম্যাচটি শুধু একটা ফাইনালই নয়, তার চেয়েও বেশি কিছু।

ডি ব্রুইনের কাছে কেন ম্যাচ বিশেষ? কারণ জানতে হলে ফিরে যেতে হবে ৯ বছর আগের আলিয়েঞ্জ এরিনার আরেকটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। ডি ব্রুইনা তখন খেলতেন চেলসিতে।

সেদিন চেলসি-বায়ার্ন মিউনিখের ফাইনালে দলেই সুযোগ হয়নি ডি ব্রুইনার। তবে সময় এখন অনেক বদলেছে গেছে। ২০১২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির হয়ে মাঠে নামার সুযোগ না হলেও, আজকের ফাইনালে ডি ব্রুইন সিটির মাঝমাঠের প্রাণভোমরা। পুরোনো সেই ঝাল মিটিয়ে নেওয়ার এর থেকে বড় মঞ্চ আর কি হতে পারে!

ডি ব্রুইন এবারের চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচে করেছেন ৪ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন ৩ গোল। ইপিএলে সিটিকে শিরোপা জেতাতেও বড় অবদান ছিল ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের। তবে চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম ফাইনালে ওঠা ম্যানচেস্টার সিটিকে শিরোপা জেতাতে নিজেকে উজাড় করে দিতে চান ডি ব্রুইন। একই সঙ্গে ফাইনালের বাস্তবতাও মাথায় রাখছেন এই বেলজিয়ান মিডফিল্ডার, ‘ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই জানি । জিততে পারলে আপনিই হবেন নায়ক। আর যদি হারেন আপনি একেবারে ব্যর্থ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত