ক্রীড়া ডেস্ক
ঢাকা: ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। পোর্তোতে অল ইংলিশ ফাইনালে সিটিজেনদের তুরুপের তাস কেভিন ডি ব্রুইন। তবে সিটি তারকার কাছেও ম্যাচটি শুধু একটা ফাইনালই নয়, তার চেয়েও বেশি কিছু।
ডি ব্রুইনের কাছে কেন ম্যাচ বিশেষ? কারণ জানতে হলে ফিরে যেতে হবে ৯ বছর আগের আলিয়েঞ্জ এরিনার আরেকটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। ডি ব্রুইনা তখন খেলতেন চেলসিতে।
সেদিন চেলসি-বায়ার্ন মিউনিখের ফাইনালে দলেই সুযোগ হয়নি ডি ব্রুইনার। তবে সময় এখন অনেক বদলেছে গেছে। ২০১২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির হয়ে মাঠে নামার সুযোগ না হলেও, আজকের ফাইনালে ডি ব্রুইন সিটির মাঝমাঠের প্রাণভোমরা। পুরোনো সেই ঝাল মিটিয়ে নেওয়ার এর থেকে বড় মঞ্চ আর কি হতে পারে!
ডি ব্রুইন এবারের চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচে করেছেন ৪ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন ৩ গোল। ইপিএলে সিটিকে শিরোপা জেতাতেও বড় অবদান ছিল ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের। তবে চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম ফাইনালে ওঠা ম্যানচেস্টার সিটিকে শিরোপা জেতাতে নিজেকে উজাড় করে দিতে চান ডি ব্রুইন। একই সঙ্গে ফাইনালের বাস্তবতাও মাথায় রাখছেন এই বেলজিয়ান মিডফিল্ডার, ‘ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই জানি । জিততে পারলে আপনিই হবেন নায়ক। আর যদি হারেন আপনি একেবারে ব্যর্থ।’
ঢাকা: ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। পোর্তোতে অল ইংলিশ ফাইনালে সিটিজেনদের তুরুপের তাস কেভিন ডি ব্রুইন। তবে সিটি তারকার কাছেও ম্যাচটি শুধু একটা ফাইনালই নয়, তার চেয়েও বেশি কিছু।
ডি ব্রুইনের কাছে কেন ম্যাচ বিশেষ? কারণ জানতে হলে ফিরে যেতে হবে ৯ বছর আগের আলিয়েঞ্জ এরিনার আরেকটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। ডি ব্রুইনা তখন খেলতেন চেলসিতে।
সেদিন চেলসি-বায়ার্ন মিউনিখের ফাইনালে দলেই সুযোগ হয়নি ডি ব্রুইনার। তবে সময় এখন অনেক বদলেছে গেছে। ২০১২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির হয়ে মাঠে নামার সুযোগ না হলেও, আজকের ফাইনালে ডি ব্রুইন সিটির মাঝমাঠের প্রাণভোমরা। পুরোনো সেই ঝাল মিটিয়ে নেওয়ার এর থেকে বড় মঞ্চ আর কি হতে পারে!
ডি ব্রুইন এবারের চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচে করেছেন ৪ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন ৩ গোল। ইপিএলে সিটিকে শিরোপা জেতাতেও বড় অবদান ছিল ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের। তবে চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম ফাইনালে ওঠা ম্যানচেস্টার সিটিকে শিরোপা জেতাতে নিজেকে উজাড় করে দিতে চান ডি ব্রুইন। একই সঙ্গে ফাইনালের বাস্তবতাও মাথায় রাখছেন এই বেলজিয়ান মিডফিল্ডার, ‘ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই জানি । জিততে পারলে আপনিই হবেন নায়ক। আর যদি হারেন আপনি একেবারে ব্যর্থ।’
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৫ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৬ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১১ ঘণ্টা আগে