হজ খোদাপ্রেমের বিশ্ব সম্মেলন
হজ ইসলামের ফরজ বিধান। অর্থে স্বাবলম্বী ব্যক্তির জন্য হজ পালন করা আবশ্যক। যে ঘরকে কেন্দ্র করে হজব্রত পালন করা হয়, তা পৃথিবীর প্রথম ঘর—কাবা। সৃষ্টির সূচনার আত্মপ্রকাশ হয়েছে কাবার পথ ধরে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মানবজাতির জন্য প্রথম যে ঘর নির্মিত হয়েছে, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি