পাইকারি ও খুচরা কাপড় বিক্রির জন্য বিখ্যাত ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত চিকপেট বাজার। এর পাশেই একটি বাজার রয়েছে যেটি ‘চোর বাজার’ নামে স্থানীয়ভাবে পরিচিত। এ বাজারেই নিজ চ্যানেলের জন্য ভিডিও কনটেন্ট নির্মাণ করছিলেন ডাচ ইউটিউবার পেড্রো মোটা। কিন্তু শেষ পর্যন্ত এক দোকানির মারধরের শিকার হতে হয়েছে তাঁকে।
সোমবার ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি দুই মাস আগের। গতকাল রোববার সেটি প্রকাশ করেছে বেঙ্গালুরু পুলিশ। ওই ইউটিউবার বাজারটির বর্ণনা দিয়ে ভিডিওচিত্র নির্মাণ করছিলেন। এ সময়ই স্থানীয় এক দোকানি এসে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে যান। ভিডিও করার প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাঁর হাত ধরে হুমকিধমকি দেন।
দোকানি পেড্রোর একটি হাত এমনভাবে আঁকড়ে ধরেন যে-হাতটি কিছুতেই ছাড়াতে পারছিলেন না। এ অবস্থায় পেড্রো বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। দোকানিকে তিনি বলেন, ‘স্যার, দয়া করে আমার হাত ছেড়ে দেবেন প্লিজ।’
পরে অবশ্য মোচড় দিয়ে হাত ছাড়িয়ে নিতে সক্ষম হন পেড্রো এবং ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পড়েন। ঘটনার পরপরই ভারত ত্যাগ করেন পেড্রো।
ঘটনাটির ভিডিওচিত্র এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘ভারতের চোরের বাজারে আক্রমণের শিকার’।
পুলিশ জানিয়েছে নবাব হায়াত শরিফ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শহর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যে ব্যক্তি বিদেশিকে হেনস্তা করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাইকারি ও খুচরা কাপড় বিক্রির জন্য বিখ্যাত ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত চিকপেট বাজার। এর পাশেই একটি বাজার রয়েছে যেটি ‘চোর বাজার’ নামে স্থানীয়ভাবে পরিচিত। এ বাজারেই নিজ চ্যানেলের জন্য ভিডিও কনটেন্ট নির্মাণ করছিলেন ডাচ ইউটিউবার পেড্রো মোটা। কিন্তু শেষ পর্যন্ত এক দোকানির মারধরের শিকার হতে হয়েছে তাঁকে।
সোমবার ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি দুই মাস আগের। গতকাল রোববার সেটি প্রকাশ করেছে বেঙ্গালুরু পুলিশ। ওই ইউটিউবার বাজারটির বর্ণনা দিয়ে ভিডিওচিত্র নির্মাণ করছিলেন। এ সময়ই স্থানীয় এক দোকানি এসে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে যান। ভিডিও করার প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাঁর হাত ধরে হুমকিধমকি দেন।
দোকানি পেড্রোর একটি হাত এমনভাবে আঁকড়ে ধরেন যে-হাতটি কিছুতেই ছাড়াতে পারছিলেন না। এ অবস্থায় পেড্রো বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। দোকানিকে তিনি বলেন, ‘স্যার, দয়া করে আমার হাত ছেড়ে দেবেন প্লিজ।’
পরে অবশ্য মোচড় দিয়ে হাত ছাড়িয়ে নিতে সক্ষম হন পেড্রো এবং ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পড়েন। ঘটনার পরপরই ভারত ত্যাগ করেন পেড্রো।
ঘটনাটির ভিডিওচিত্র এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘ভারতের চোরের বাজারে আক্রমণের শিকার’।
পুলিশ জানিয়েছে নবাব হায়াত শরিফ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শহর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যে ব্যক্তি বিদেশিকে হেনস্তা করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে