Ajker Patrika

বেঙ্গালুরুর ‘চোর বাজারে’ ভিডিও করতে গিয়ে মার খেলেন বিদেশি ইউটিউবার

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জুন ২০২৩, ২৩: ৫৫
Thumbnail image

পাইকারি ও খুচরা কাপড় বিক্রির জন্য বিখ্যাত ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত চিকপেট বাজার। এর পাশেই একটি বাজার রয়েছে যেটি ‘চোর বাজার’ নামে স্থানীয়ভাবে পরিচিত। এ বাজারেই নিজ চ্যানেলের জন্য ভিডিও কনটেন্ট নির্মাণ করছিলেন ডাচ ইউটিউবার পেড্রো মোটা। কিন্তু শেষ পর্যন্ত এক দোকানির মারধরের শিকার হতে হয়েছে তাঁকে। 

সোমবার ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি দুই মাস আগের। গতকাল রোববার সেটি প্রকাশ করেছে বেঙ্গালুরু পুলিশ। ওই ইউটিউবার বাজারটির বর্ণনা দিয়ে ভিডিওচিত্র নির্মাণ করছিলেন। এ সময়ই স্থানীয় এক দোকানি এসে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে যান। ভিডিও করার প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাঁর হাত ধরে হুমকিধমকি দেন। 

দোকানি পেড্রোর একটি হাত এমনভাবে আঁকড়ে ধরেন যে-হাতটি কিছুতেই ছাড়াতে পারছিলেন না। এ অবস্থায় পেড্রো বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। দোকানিকে তিনি বলেন, ‘স্যার, দয়া করে আমার হাত ছেড়ে দেবেন প্লিজ।’ 

পরে অবশ্য মোচড় দিয়ে হাত ছাড়িয়ে নিতে সক্ষম হন পেড্রো এবং ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পড়েন। ঘটনার পরপরই ভারত ত্যাগ করেন পেড্রো।

ঘটনাটির ভিডিওচিত্র এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘ভারতের চোরের বাজারে আক্রমণের শিকার’। 

পুলিশ জানিয়েছে নবাব হায়াত শরিফ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শহর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যে ব্যক্তি বিদেশিকে হেনস্তা করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত