‘আল্লাহ ইয়াতাবাল ওমরু’ অর্থাৎ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। মুরব্বিদের উদ্দেশে আরবি এই বাক্যটি বহুল প্রচলিত। কিন্তু ইরাকের পবিত্র নাজাফ শহরে অবস্থান করা শিয়া ইমামেরা এই বাক্যটি প্রতিনিয়ত মন থেকেই উচ্চারণ করেন। কারণ এই শহরেই থাকেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ২০ কোটি শিয়া মুসলিমের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি-আল সিস্তানি। ৯২ বছর বয়সে তাঁর জীবন প্রদীপ এখন নিভু নিভু।
বিলিয়ন ডলার মূল্যের একটি বহুজাতিক নেটওয়ার্কের প্রধান হয়েও খুব সাধারণ জীবন-যাপন করেন এই আলি-আল সিস্তানি। শিয়াদের পবিত্রতম মাজারগুলোর সভাপতিও তিনি। প্রতি বছর লাখ লাখ মানুষ এসব মাজার পরিদর্শন করেন।
কিন্তু সিস্তানির কোনো যোগ্য ও সুস্পষ্ট উত্তরসূরি না দেখে শিয়ারা ভয় পাচ্ছেন এই ভেবে যে—তাঁর অবর্তমানে সর্বোচ্চ নেতার পদ নিয়ে হয়তো বড় ধরনের কোনো গোলযোগ কিংবা বিভাজনের সৃষ্টি হবে।
তাত্ত্বিকভাবে সিস্তানির অনুসারী ইমামরাই তাঁদের নতুন নেতা নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারেন। সিস্তানির অবর্তমানে সর্বোচ্চ নেতা হওয়ার তালিকায় যে দুজন মহান আয়াতুল্লাহর নাম আসছে, তাঁদের একজন পাকিস্তানের, অন্যজন আফগানিস্তানের। কিন্তু তাঁদেরও বয়স বর্তমানে কম হয়নি। এ দুজনের একজনের বয়স ৮০-এর কোঠায়, অন্যজনের বয়স ৯৩ বছর!
তালিকায় তিনজন অপেক্ষাকৃত তরুণ পণ্ডিতও রয়েছেন যারা সর্বোচ্চ নেতার পদটির দাবিদার হতে পারেন। এর মধ্যে একজন বাহরাইনের। কিন্তু উগ্র অবস্থানের কারণে তিনি সিস্তানির আনুকূল্য থেকে কিছুটা দূরে ছিটকে গেছেন। এ ছাড়া তালিকার ওপরের দিকে থাকা পাঁচজনেরই একটি সাধারণ সমস্যা হলো—তাঁরা কেউই নবী মুহাম্মদের (সা.) সরাসরি বংশধর নন। ফলে তাঁদের এ তালিকায় কিছুটা নিম্ন বংশীয় হিসেবে বিবেচনা করা হয়।
ধারণা করা হচ্ছে, এবার হয়তো এই পদটি এমন কারও দখলেই যাবে যার জন্ম ইরানে হয়নি। এক শতাব্দীরও বেশি সময় ধরে সিস্তানিসহ যারা এ পদে এসেছেন তাঁদের সবার জন্মই ইরানে। তাই ইরানের বাইরে থেকে কাউকে এ পদের জন্য বিবেচনা করলে বিষয়টি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা তাঁর উত্তরসূরিদের বিচলিত করবে। এ ক্ষেত্রে তাঁরা হয়তো তাঁদের পছন্দ চাপিয়ে দিতে চাইবেন।
জানা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এরই মধ্যে তাঁর পুরোনো একজন গুরুকে নাজাফে পাঠানোর চেষ্টা করেছিলেন সেখানকার ইমামদের জয় করতে। সিস্তানির বাড়ির গলিপথ ধরে বেশ কিছু ফারসি-ভাষীকে আনাগোনা করতেও দেখা গেছে।
এদিকে, শিয়া সর্বোচ্চ নেতা পদটির দাবিদার হতে পারেন কিছুটা উদার ধার্মিকেরাও। এক সময় মুহাম্মাদ সাদিক আল-সদর ছিলেন ইরাকের সাহসী ধর্মীয় নেতা। ১৯৯৯ সালে সাদ্দাম হোসেনের হাতে নিহত হওয়ার আগে তিনি সিস্তানির নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁর ছেলে মুকতাদা আল-সদর এখন এক উজ্জ্বলতম নেতা। বাবার জনপ্রিয়তা তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। ইরাকের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। এমনকি তাঁর কিছু ভক্ত তাঁকে ইমাম মাহদিও মনে করেন। মুসলিম (শিয়া ও সুন্নি উভয়) বিশ্বাস অনুযায়ী, কেয়ামতের আগে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে।
এ ছাড়া কায়েস খাজালি নামে এক উচ্ছৃঙ্খল ইমামও সর্বোচ্চ নেতার পদটি নিজের দখলে নিতে পারেন। তিনি এরই মধ্যে একটি আধাসামরিক বাহিনী কাম রাজনৈতিক দল গঠন করেছেন। সম্প্রতি তিনি বাগদাদ থেকে নাজাফে গিয়ে বসবাস শুরু করেছেন এবং সেখানে একটি বিশাল মসজিদ নির্মাণ করছেন। অস্ত্র, অর্থ আর আধ্যাত্মিক কাজকর্ম তাঁকেও সর্বোচ্চ নেতার আসনে বসাতে পারে।
দ্য ইকোনমিস্ট অবলম্বনে
‘আল্লাহ ইয়াতাবাল ওমরু’ অর্থাৎ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। মুরব্বিদের উদ্দেশে আরবি এই বাক্যটি বহুল প্রচলিত। কিন্তু ইরাকের পবিত্র নাজাফ শহরে অবস্থান করা শিয়া ইমামেরা এই বাক্যটি প্রতিনিয়ত মন থেকেই উচ্চারণ করেন। কারণ এই শহরেই থাকেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ২০ কোটি শিয়া মুসলিমের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি-আল সিস্তানি। ৯২ বছর বয়সে তাঁর জীবন প্রদীপ এখন নিভু নিভু।
বিলিয়ন ডলার মূল্যের একটি বহুজাতিক নেটওয়ার্কের প্রধান হয়েও খুব সাধারণ জীবন-যাপন করেন এই আলি-আল সিস্তানি। শিয়াদের পবিত্রতম মাজারগুলোর সভাপতিও তিনি। প্রতি বছর লাখ লাখ মানুষ এসব মাজার পরিদর্শন করেন।
কিন্তু সিস্তানির কোনো যোগ্য ও সুস্পষ্ট উত্তরসূরি না দেখে শিয়ারা ভয় পাচ্ছেন এই ভেবে যে—তাঁর অবর্তমানে সর্বোচ্চ নেতার পদ নিয়ে হয়তো বড় ধরনের কোনো গোলযোগ কিংবা বিভাজনের সৃষ্টি হবে।
তাত্ত্বিকভাবে সিস্তানির অনুসারী ইমামরাই তাঁদের নতুন নেতা নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারেন। সিস্তানির অবর্তমানে সর্বোচ্চ নেতা হওয়ার তালিকায় যে দুজন মহান আয়াতুল্লাহর নাম আসছে, তাঁদের একজন পাকিস্তানের, অন্যজন আফগানিস্তানের। কিন্তু তাঁদেরও বয়স বর্তমানে কম হয়নি। এ দুজনের একজনের বয়স ৮০-এর কোঠায়, অন্যজনের বয়স ৯৩ বছর!
তালিকায় তিনজন অপেক্ষাকৃত তরুণ পণ্ডিতও রয়েছেন যারা সর্বোচ্চ নেতার পদটির দাবিদার হতে পারেন। এর মধ্যে একজন বাহরাইনের। কিন্তু উগ্র অবস্থানের কারণে তিনি সিস্তানির আনুকূল্য থেকে কিছুটা দূরে ছিটকে গেছেন। এ ছাড়া তালিকার ওপরের দিকে থাকা পাঁচজনেরই একটি সাধারণ সমস্যা হলো—তাঁরা কেউই নবী মুহাম্মদের (সা.) সরাসরি বংশধর নন। ফলে তাঁদের এ তালিকায় কিছুটা নিম্ন বংশীয় হিসেবে বিবেচনা করা হয়।
ধারণা করা হচ্ছে, এবার হয়তো এই পদটি এমন কারও দখলেই যাবে যার জন্ম ইরানে হয়নি। এক শতাব্দীরও বেশি সময় ধরে সিস্তানিসহ যারা এ পদে এসেছেন তাঁদের সবার জন্মই ইরানে। তাই ইরানের বাইরে থেকে কাউকে এ পদের জন্য বিবেচনা করলে বিষয়টি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা তাঁর উত্তরসূরিদের বিচলিত করবে। এ ক্ষেত্রে তাঁরা হয়তো তাঁদের পছন্দ চাপিয়ে দিতে চাইবেন।
জানা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এরই মধ্যে তাঁর পুরোনো একজন গুরুকে নাজাফে পাঠানোর চেষ্টা করেছিলেন সেখানকার ইমামদের জয় করতে। সিস্তানির বাড়ির গলিপথ ধরে বেশ কিছু ফারসি-ভাষীকে আনাগোনা করতেও দেখা গেছে।
এদিকে, শিয়া সর্বোচ্চ নেতা পদটির দাবিদার হতে পারেন কিছুটা উদার ধার্মিকেরাও। এক সময় মুহাম্মাদ সাদিক আল-সদর ছিলেন ইরাকের সাহসী ধর্মীয় নেতা। ১৯৯৯ সালে সাদ্দাম হোসেনের হাতে নিহত হওয়ার আগে তিনি সিস্তানির নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁর ছেলে মুকতাদা আল-সদর এখন এক উজ্জ্বলতম নেতা। বাবার জনপ্রিয়তা তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। ইরাকের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। এমনকি তাঁর কিছু ভক্ত তাঁকে ইমাম মাহদিও মনে করেন। মুসলিম (শিয়া ও সুন্নি উভয়) বিশ্বাস অনুযায়ী, কেয়ামতের আগে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে।
এ ছাড়া কায়েস খাজালি নামে এক উচ্ছৃঙ্খল ইমামও সর্বোচ্চ নেতার পদটি নিজের দখলে নিতে পারেন। তিনি এরই মধ্যে একটি আধাসামরিক বাহিনী কাম রাজনৈতিক দল গঠন করেছেন। সম্প্রতি তিনি বাগদাদ থেকে নাজাফে গিয়ে বসবাস শুরু করেছেন এবং সেখানে একটি বিশাল মসজিদ নির্মাণ করছেন। অস্ত্র, অর্থ আর আধ্যাত্মিক কাজকর্ম তাঁকেও সর্বোচ্চ নেতার আসনে বসাতে পারে।
দ্য ইকোনমিস্ট অবলম্বনে
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার শত বছরের পুরোনো সীমান্তবিরোধ আবারও রূপ নিয়েছে সংঘাতে। প্রাচীন হিন্দু মন্দির এলাকা, উপনিবেশ আমলের মানচিত্র এবং দীর্ঘদিনের অস্পষ্ট সীমারেখা—এসব ইস্যু ঘিরে দুই দেশের উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার এই সংঘর্ষের পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশ ও ব্যক্তিগত প্রতিহিংসার এমন এক
৩ ঘণ্টা আগেফ্রান্স ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে ন্যায় ও স্থায়ী শান্তির পক্ষে। মাখোঁ নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে এই অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে ন্যায়সংগত ও টেকসই শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক অঙ্গীকারের ধারাবাহিকতায় আমি সিদ্ধান্ত নিয়েছি, জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স
১৪ ঘণ্টা আগেগত জুনে ইসরায়েলি শহরগুলোতে একের পর এক আঘাত হানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ সময় ইসরায়েলের টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ইন্টারসেপ্টরের তীব্র সংকট দেখা দেয়। এই সংকট মুহূর্তে এগিয়ে আসে মিত্র যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সাহায্য করার জন্য সৌদি আরবকে ইন্টারসেপ্টর সরবরাহ
১৯ ঘণ্টা আগেএই তিক্ত পরিসংখ্যানগুলোই দেখায় যে কেন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এত দীর্ঘ ও জটিল হয়ে উঠেছে। কারণ, ফিলিস্তিনি ও ইসরায়েলিরা দুটি বিপরীত জাতীয়তাবাদী আন্দোলনে বিশ্বাসী। তাদের ইতিহাস ও ধর্মীয় দাবিদাওয়ার ভিত্তি একই ভূমির ওপর, কিন্তু একে অপরের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। শতবর্ষের সহিংসতা ও উচ্ছেদের পর যদি অনেকে
২১ ঘণ্টা আগে