অনলাইন ডেস্ক
বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। গতকাল বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) সাবেক এই অ্যাটর্নিকে নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক পদে তিনি প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশি-আমেরিকান ।
৪৬ বছর বয়সী প্রথম নুসরাত জাহান আজীবনের জন্য নিউইয়র্কের পূর্বের জেলার বিচারকের দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের সব ফেডারেল বিচারক নিয়োগ দিয়ে থাকে সিনেট। নুসরাত ১০০ ভোটের মধ্য ৫০ ভোট পেয়ে নিয়োগ পেয়েছেন। যদিও ৪৯ ভোট পড়েছে তাঁর বিরুদ্ধে। আর একজন সিনেট সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও সিনেটর চাক শুমার গতকাল বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডেমোক্র্যাট নেতা শুমার টুইটারে নুসরাত চৌধুরীর একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘নুসরাত চৌধুরী আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের একজন আইনি পরিচালক (লিগ্যাল ডিরেক্টর)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তাঁর নাম সুপারিশ করতে পেরে আমি গর্ববোধ করছি।’
যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে ২৪ বছর ধরে দায়িত্ব পালন করা চাক শুমার আরও লিখেছেন, ‘নুসরাত চৌধুরী ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি প্রথম বাংলাদেশি এবং প্রথম মুসলিম নারী হিসেবে ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন।’
রক্ষণশীল ডেমোক্র্যাট জো মানচিন নুসরাতের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউনিফর্ম পরা আমাদের নারী-পুরুষের কট্টর সমর্থক হিসেবে, আমি মিসেস চৌধুরীর মনোনয়নের বিরোধিতা করেছি। কেননা, নুসরাতের অতীতের কিছু বক্তব্য আইন প্রয়োগের ব্যাপারে পক্ষপাতদুষ্ট।’
বাইডেন মনোনীত আরও দুই ফেডারেল বিচারকের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন মানচিন। তাঁরা হলেন নিউইয়র্কের দক্ষিণ জেলার বিচারক ডেলে হো এবং ১১তম সার্কিটের জন্য মার্কিন আদালতের আপিলের বিচারক ন্যান্সি আবুদু। তাঁরা মানচিনের সমর্থন ছাড়াই বিচারক নির্বাচিত হয়েছিলেন।
একবার এসিএলইউর রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর নুসরাত চৌধুরীর জাতিবিদ্বেষ এবং দরিদ্রদের সঙ্গে অসম আচরণের বিরুদ্ধে লড়াই ও অর্জন রয়েছে। এসিএলইউর ওয়েবসাইটে তাঁর জীবনীতে লেখা রয়েছে, নুসরাত যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনকারীদের নো-ফ্লাই তালিকা করতে সাহায্য করেছেন।
তিনি মুসলমানদের প্রতি বৈষম্যমূলক নজরদারির জন্য নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আদালত এ মামলায় রায়ে এফবিআইয়ের জাতি বৈষম্যমূলক নজরদারির রেকর্ড রাখার নির্দেশ দিয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৪৬ বছর বয়সী নুসরাত চৌধুরী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ কুরাইশি।
বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। গতকাল বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) সাবেক এই অ্যাটর্নিকে নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক পদে তিনি প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশি-আমেরিকান ।
৪৬ বছর বয়সী প্রথম নুসরাত জাহান আজীবনের জন্য নিউইয়র্কের পূর্বের জেলার বিচারকের দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের সব ফেডারেল বিচারক নিয়োগ দিয়ে থাকে সিনেট। নুসরাত ১০০ ভোটের মধ্য ৫০ ভোট পেয়ে নিয়োগ পেয়েছেন। যদিও ৪৯ ভোট পড়েছে তাঁর বিরুদ্ধে। আর একজন সিনেট সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও সিনেটর চাক শুমার গতকাল বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডেমোক্র্যাট নেতা শুমার টুইটারে নুসরাত চৌধুরীর একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘নুসরাত চৌধুরী আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের একজন আইনি পরিচালক (লিগ্যাল ডিরেক্টর)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তাঁর নাম সুপারিশ করতে পেরে আমি গর্ববোধ করছি।’
যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে ২৪ বছর ধরে দায়িত্ব পালন করা চাক শুমার আরও লিখেছেন, ‘নুসরাত চৌধুরী ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি প্রথম বাংলাদেশি এবং প্রথম মুসলিম নারী হিসেবে ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন।’
রক্ষণশীল ডেমোক্র্যাট জো মানচিন নুসরাতের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউনিফর্ম পরা আমাদের নারী-পুরুষের কট্টর সমর্থক হিসেবে, আমি মিসেস চৌধুরীর মনোনয়নের বিরোধিতা করেছি। কেননা, নুসরাতের অতীতের কিছু বক্তব্য আইন প্রয়োগের ব্যাপারে পক্ষপাতদুষ্ট।’
বাইডেন মনোনীত আরও দুই ফেডারেল বিচারকের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন মানচিন। তাঁরা হলেন নিউইয়র্কের দক্ষিণ জেলার বিচারক ডেলে হো এবং ১১তম সার্কিটের জন্য মার্কিন আদালতের আপিলের বিচারক ন্যান্সি আবুদু। তাঁরা মানচিনের সমর্থন ছাড়াই বিচারক নির্বাচিত হয়েছিলেন।
একবার এসিএলইউর রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর নুসরাত চৌধুরীর জাতিবিদ্বেষ এবং দরিদ্রদের সঙ্গে অসম আচরণের বিরুদ্ধে লড়াই ও অর্জন রয়েছে। এসিএলইউর ওয়েবসাইটে তাঁর জীবনীতে লেখা রয়েছে, নুসরাত যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনকারীদের নো-ফ্লাই তালিকা করতে সাহায্য করেছেন।
তিনি মুসলমানদের প্রতি বৈষম্যমূলক নজরদারির জন্য নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আদালত এ মামলায় রায়ে এফবিআইয়ের জাতি বৈষম্যমূলক নজরদারির রেকর্ড রাখার নির্দেশ দিয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৪৬ বছর বয়সী নুসরাত চৌধুরী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ কুরাইশি।
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
৪ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
৪ ঘণ্টা আগেক্রিপটো রিজার্ভ গঠন করবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রিপটোকারেন্সির বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মার্কিন ক্রিপটো রিজার্ভের প্রথম ধাপে পাঁচটি ডিজিটাল টোকেন অন্তর্ভুক্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে