বস্তিবাসীর ফ্ল্যাট পেয়েছেন ভবন মালিকেরাও
‘সরকার আমাগো ফ্ল্যাট দিবে কইয়া, বড়লোকদের ফ্ল্যাট দিসে। আমাগো থাকোনের জায়গা নাই। আমাগো চিন্তা সরকার করলেও ঘুষখোররা কি আর আমাগো চিন্তা করে। হেরা চিন্তা করে টাকার’। বস্তি উচ্ছেদ করে আধুনিক ভবন নির্মাণ করে তাঁদের জন্য ফ্ল্যাট বরাদ্দের কথা থাকলেও সেই ফ্ল্যাট পেয়েছেন এখন অনেক ভবন মালিকেরা। সেই আক্ষেপ প্রক