Ajker Patrika

মিরপুরের সরকারি প্রগতি উচ্চবিদ্যালয়

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১১
মিরপুরের সরকারি প্রগতি উচ্চবিদ্যালয়

মিরপুরের সরকারি প্রগতি উচ্চবিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডুপ্লিকেট সার্টিফিকেট আতঙ্কে ভুগছে। বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মূল সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় ওইসব শিক্ষার্থীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনা নিয়ে কয়েক দিন ধরে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়। কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি।

স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ২০১৯ সালের ১৯৪ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট স্কুল থেকে উধাও হয়ে যায়। এ নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মার্চ মাসের ২৮ তারিখ পল্লবী থানায় একটি জিডি করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, ২০১৯ ব্যাচের এসএসসি পরীক্ষার মূল সনদ স্কুলের অফিস কক্ষ থেকে হারিয়ে যায়। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী ছাড়া অন্য কেউ জানত না।

সম্প্রতি স্কুল খোলার পর এই ব্যাচের (২০১৯) কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে সার্টিফিকেট তুলে আনে। সার্টিফিকেটের এক পাশে ডুপ্লিকেট লেখা দেখে তারা অবাক হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা এতে উদ্বিগ্ন হয়ে পড়েন।

গতকাল মঙ্গলবার ২০১৯ ব্যাচের শিক্ষার্থী মনির জানায়, স্কুল থেকে আমাদের ডুপ্লিকেট সার্টিফিকেটের কথা বলা হয়নি। বাসায় এসে দেখি এই অবস্থা। বিষয়টি নিয়ে শ্রেণিশিক্ষকরা জানান, স্কুল থেকে সার্টিফিকেট হারিয়ে গেছে, তা তাঁরাও জানেন না।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, ১০ বছর শিক্ষা জীবন শেষে তারা ডুপ্লিকেট সার্টিফিকেট নিতে চায় না। এ সার্টিফিকেটে তারা ভালো জায়গায় ভর্তি হতে পারবে না।

স্কুলের কয়েকজন শিক্ষক বলেন, বিষয়টি প্রধান শিক্ষক ও অফিসের লোকজন ছাড়া অন্য কেউ জানত না। পরে জানাজানি হলে অনেক শিক্ষক ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে সরকারি প্রগতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, এ ঘটনায় জিডি করা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিগগির সমস্যা সমাধান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত