Ajker Patrika

চিড়িয়াখানার লেকে ২ হাজার টাকায় ধরা যাবে মাছ

প্রতিনিধি, মিরপুর (ঢাকা) 
চিড়িয়াখানার লেকে ২ হাজার টাকায় ধরা যাবে মাছ

এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অভ্যন্তরীণ লেক দুটিতে ২ হাজার টাকা টিকিটে মাছ ধরা যাবে। আগামী শুক্রবার সকাল ৬টায় চিড়িয়াখানার গেট থেকে টিকিট প্রদানের কার্যক্রম শুরু হবে। আজ বুধবার চিড়িয়াখানা থেকে এ তথ্য জানানো হয়। 

সূত্রে জানা যায়, মাছ ধরতে ২ হাজার টাকা দিয়ে কিনতে হবে টিকিট। একজন মাছ শিকারি ৩টি ছিপ সঙ্গে আনতে পারবেন। এর মধ্যে ২টি ছিপ সার্বক্ষণিক ব্যবহার করা যাবে। আর একটি রিজার্ভ রাখতে হবে। কোন ছিপ বিকল হলে রিজার্ভ ছিপ ব্যবহার করা যাবে। 

চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, লেক দুটির দূষণ কমাতে উৎসব দ্বীপ ও নিঝুম দ্বীপ পিকনিক স্পট দুটো বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া নিয়মিত বিরতিতে লেক দুটোতে উন্মুক্ত করা হয়েছে বিভিন্ন প্রজাতির বক। এসব কারণে লেক দুটোতে বেড়েছে মাছ। সেই জন্যই আমরা এ পদক্ষেপ নিয়েছি। 

উল্লেখ্য, এর আগে করোনা সংক্রমণরোধে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর গত ২৭ আগস্ট দর্শনার্থীদের জন্য রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়া হয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত