এ চ্যালেঞ্জেও ভালো করতে চান ইবাদতরা
বাংলাদেশের ক্রিকেটের বড় সাফল্য এনে দিতে লম্বা সময় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন চার সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। ক্যারিয়ারের শেষ দিকে এসে পড়া এই চার সিনিয়র ক্রিকেটারকে এখন নিয়মিত তিন সংস্করণে পাওয়া কঠিনই হয়ে যাচ্ছে।