নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।
আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে এমন সিদ্ধান্তে কিছু প্রশ্ন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে রিয়াদকে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি কর্তারা।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। ভালো করলে বলতাম এটা পরীক্ষা। তাই এমন না, আমরা দেখতে চাইছি নতুন ক্রিকেটাররা কী প্রমাণ করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে কি না, টি-টোয়েন্টিতে আমরা যেমন চাই সেটা করতে পারে কি না, তা দেখতে চাই।’
দল থেকে বাদ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর। সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন, তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সুযোগ তৈরি করে দেওয়া আরকি। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে।’
সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি না নিলে অবশ্য তার কাঁধেই উঠত নতুন দায়িত্ব। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন সোহান। তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জালাল, সুজন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।
আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে এমন সিদ্ধান্তে কিছু প্রশ্ন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে রিয়াদকে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি কর্তারা।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। ভালো করলে বলতাম এটা পরীক্ষা। তাই এমন না, আমরা দেখতে চাইছি নতুন ক্রিকেটাররা কী প্রমাণ করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে কি না, টি-টোয়েন্টিতে আমরা যেমন চাই সেটা করতে পারে কি না, তা দেখতে চাই।’
দল থেকে বাদ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর। সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন, তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সুযোগ তৈরি করে দেওয়া আরকি। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে।’
সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি না নিলে অবশ্য তার কাঁধেই উঠত নতুন দায়িত্ব। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন সোহান। তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জালাল, সুজন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৩ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে