নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।
আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে এমন সিদ্ধান্তে কিছু প্রশ্ন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে রিয়াদকে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি কর্তারা।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। ভালো করলে বলতাম এটা পরীক্ষা। তাই এমন না, আমরা দেখতে চাইছি নতুন ক্রিকেটাররা কী প্রমাণ করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে কি না, টি-টোয়েন্টিতে আমরা যেমন চাই সেটা করতে পারে কি না, তা দেখতে চাই।’
দল থেকে বাদ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর। সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন, তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সুযোগ তৈরি করে দেওয়া আরকি। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে।’
সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি না নিলে অবশ্য তার কাঁধেই উঠত নতুন দায়িত্ব। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন সোহান। তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জালাল, সুজন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।
আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে এমন সিদ্ধান্তে কিছু প্রশ্ন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে রিয়াদকে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি কর্তারা।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। ভালো করলে বলতাম এটা পরীক্ষা। তাই এমন না, আমরা দেখতে চাইছি নতুন ক্রিকেটাররা কী প্রমাণ করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে কি না, টি-টোয়েন্টিতে আমরা যেমন চাই সেটা করতে পারে কি না, তা দেখতে চাই।’
দল থেকে বাদ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর। সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন, তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সুযোগ তৈরি করে দেওয়া আরকি। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে।’
সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি না নিলে অবশ্য তার কাঁধেই উঠত নতুন দায়িত্ব। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন সোহান। তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জালাল, সুজন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে