ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কোচ রাসেল ডমিঙ্গো দ্বিতীয়টিতে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হারের পর শেষটিতে দলীয় প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর ইচ্ছের কথা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। একইসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন,কোথায় পিছিয়ে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের ব্যাখ্যাও দিয়েছেন মাহমুদউল্লাহ। আর সাকিব আল হাসানের ব্যাটিংয়ের কথা বলেছেন আলাদা করে, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। যেভাবে আমরা পরিকল্পনা কাজে লাগাতে চেয়েছি সেটা পারিনি। যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী বোলিং হয়নি। ১৯০ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি।’
চতুর্থ উইকেট জুটিতে অবশ্য আশা জাগিয়েছিল সাকিব - আফিফের জুটি। তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। এই জুটি নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।’
তৃতীয় টি-টোয়েন্টির আগে নিজেরদের ঘাটতি ও শক্তির জায়গা নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ। তিনি মনে করেন টি-টোয়েন্টিতে সাফল্য পেতে দল হয়ে খেলার বিকল্প নেই। নিজেদের লক্ষ্য নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘লক্ষ্য একটাই সেটা ম্যাচ জেতা। টি-টোয়েন্টিতে আমরা যেরকম দল,আমাদের একটা দল হয়েই খেলতে হবে। ছোট ছোট যে জায়গাগুলোই ঘাটতি আছে সেসব জায়গায় কাজ করতে হবে। তাহলেই আমরা দল হিসেবে ভালো পারফর্ম করি। এটাই আমাদের শক্তির জায়গা।’
ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কোচ রাসেল ডমিঙ্গো দ্বিতীয়টিতে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হারের পর শেষটিতে দলীয় প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর ইচ্ছের কথা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। একইসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন,কোথায় পিছিয়ে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের ব্যাখ্যাও দিয়েছেন মাহমুদউল্লাহ। আর সাকিব আল হাসানের ব্যাটিংয়ের কথা বলেছেন আলাদা করে, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। যেভাবে আমরা পরিকল্পনা কাজে লাগাতে চেয়েছি সেটা পারিনি। যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী বোলিং হয়নি। ১৯০ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি।’
চতুর্থ উইকেট জুটিতে অবশ্য আশা জাগিয়েছিল সাকিব - আফিফের জুটি। তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। এই জুটি নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।’
তৃতীয় টি-টোয়েন্টির আগে নিজেরদের ঘাটতি ও শক্তির জায়গা নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ। তিনি মনে করেন টি-টোয়েন্টিতে সাফল্য পেতে দল হয়ে খেলার বিকল্প নেই। নিজেদের লক্ষ্য নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘লক্ষ্য একটাই সেটা ম্যাচ জেতা। টি-টোয়েন্টিতে আমরা যেরকম দল,আমাদের একটা দল হয়েই খেলতে হবে। ছোট ছোট যে জায়গাগুলোই ঘাটতি আছে সেসব জায়গায় কাজ করতে হবে। তাহলেই আমরা দল হিসেবে ভালো পারফর্ম করি। এটাই আমাদের শক্তির জায়গা।’
ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৪ ঘণ্টা আগে