Ajker Patrika

মুশফিকের অবসরে মাহমুদউল্লাহর হৃদয় ভেঙেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৪৭
মুশফিকের অবসরে মাহমুদউল্লাহর হৃদয় ভেঙেছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর অবসরের ঘোষণায় সমবেদনা জানিয়েছেন সতীর্থ ক্রিকেটাররা। আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেনরা নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জাতীয় দলে লম্বা সময়ের সতীর্থ মুশফিকের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের। 

মাহমুদউল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক। তবে টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সুখকর অভিজ্ঞতা। যেকোনো সংস্করণে তোমার পরিশ্রম অনুকরণীয় হয়ে থাকবে।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর নিয়ে আফিফ লিখেছেন, ‘মুশফিক ভাই, আশা করছি আপনার ভবিষ্যৎ পথচলা আরও সাফল্যের হবে।’ অলরাউন্ডার মোসাদ্দেক লিখেছেন, ‘যা কিছু করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। মি. ডিপেন্ডেবল, আশা করছি আপনার ওয়ানডে ও টেস্ট যাত্রা আরও সুন্দর হবে।’ 

মুশফিককে নিয়ে নুরুল হাসান সোহান লিখেছেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আপনি আমাদের অনুকরণীয়। সামনের দিনের জন্য শুভকামনা।’ টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘মুশফিক ভাই, আপনার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সব সময় আনন্দের ছিল। আমরা আশা করি, ওয়ানডে ও টেস্টে বাংলাদেশকে আপনি আরও অনেক কিছু দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত