Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজকে দুই সিরিজেই হারাতে চান মাহমুদউল্লাহ

আপডেট : ২৪ জুন ২০২২, ১২: ৫১
ওয়েস্ট ইন্ডিজকে দুই সিরিজেই হারাতে চান মাহমুদউল্লাহ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা পাঁচ ক্রিকেটার আজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। দেশ ছাড়ার আগে দুই সিরিজেই ভালো কিছু করার প্রত্যাশার কথা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

মাহমুদউল্লাহর লক্ষ্য দুই সিরিজেই জেতা। ভালো ক্রিকেট খেলে সিরিজ জয়ের আশার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। ইনশাআল্লাহ, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের দলের সমন্বয়টা খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।’ 

এই কাজটা যে সহজ হবে না, সেটিও মাহমুদউল্লাহর অজানা নয়। কারণ নিজেদের কন্ডিশনে উইন্ডিজও ছেড়ে কথা বলবে না। তাই ভালো কিছু করতে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে আফিফ-নাসুমদের। এ প্রসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, এবারও চেষ্টা করব সিরিজ জেতার।’

প্রায় চার বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়েও কথা বলেছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমার মনে হয় মিরাজের কাছে ওর দলে থাকাটা প্রত্যাশিত । কারণ ও খুব ভালো পারফরম্যান্স করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি, ও স্কোয়াডে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত