Ajker Patrika

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে সোহান, বিশ্রামে মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬: ৪৮
Thumbnail image

কদিন ধরেই দেশের ক্রিকেটে আলোচনায় ছিল টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব। ব্যক্তিগত পারফরম্যান্স ও দলীয় সাফল্য না আসায় অবশেষে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদাউল্লাহকে। তাঁর জায়গায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।

আজ বিকেলে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বিশ্রামের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। এরপর নতুন অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সোহান বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের অষ্টম অধিনায়ক। 

জালাল ইউনুস বলেছেন, ‘টেস্ট আর টি-টোয়েন্টি আমরা ধারাবাহিকভাবে খুব একটা পারফর্ম করতে পারছি না। যেহেতু সামনে একটা সিরিজ আছে, এ নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল। কদিন ধরে আলোচনা করে সবার প্রতি সম্মান রেখে আমরা আজকে ওকে ডেকে নিয়েছি এবং টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। ওর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবার আমরা একটা নতুন দল জিম্বাবুয়েতে পাঠাতে চাচ্ছি। এর মধ্যে কিছু সিনিয়র প্লেয়ারও আছে। এ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত