গহীন অরণ্যে পর্বতারোহীর মরদেহ ২ মাস পাহারা দিয়েছে পোষা কুকুর
গত আগস্টে পর্বতারোহণে গিয়ে মারা যান যুক্তরাষ্ট্রের কলোরাডোর বাসিন্দা রিচ মুর। তবে অলৌকিকভাবে বেঁচে যায় তাঁর পোষা কুকুরটি। শুধু তা-ই নয়, মৃত্যুর দুই মাস পর গত মাসে মুরের মরদেহ উদ্ধারের সময় ওই কুকুরকেও ঘটনাস্থলে পাওয়া গেছে। টানা দুই মাস ধরে মালিকের মরদেহ পাহারা দিয়েছে প্রাণীটি।