Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সংলাপের চিঠি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২: ৫৫
Thumbnail image

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন সংলাপের আর কোনো সুযোগ নেই উল্লেখ করে যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে দলের অবস্থান কী হবে, তা আলোচনার পর জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে জাতীয় পার্টি ও বিএনপি পিটার হাসের মাধ্যমে চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিল। 

এদিকে চিঠি পাওয়ার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া সংলাপের চিঠি নিয়ে পারলে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’ 

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। 

সংলাপের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিঃশর্ত সংলাপের আলোচনা বিএনপিকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিল। যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানতে পেরেছি। সুতরাং সময় পেরিয়ে গেছে। সংলাপ হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এই সময়ে সংলাপ সম্ভব কি না, সেটাই বিষয়।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের জন্য যে সময় প্রয়োজন, সেই সময় এখন আর নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই।’ 

এদিকে আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত