নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন সংলাপের আর কোনো সুযোগ নেই উল্লেখ করে যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে দলের অবস্থান কী হবে, তা আলোচনার পর জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে জাতীয় পার্টি ও বিএনপি পিটার হাসের মাধ্যমে চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিল।
এদিকে চিঠি পাওয়ার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া সংলাপের চিঠি নিয়ে পারলে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
সংলাপের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিঃশর্ত সংলাপের আলোচনা বিএনপিকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিল। যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানতে পেরেছি। সুতরাং সময় পেরিয়ে গেছে। সংলাপ হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এই সময়ে সংলাপ সম্ভব কি না, সেটাই বিষয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের জন্য যে সময় প্রয়োজন, সেই সময় এখন আর নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই।’
এদিকে আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন সংলাপের আর কোনো সুযোগ নেই উল্লেখ করে যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে দলের অবস্থান কী হবে, তা আলোচনার পর জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে জাতীয় পার্টি ও বিএনপি পিটার হাসের মাধ্যমে চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিল।
এদিকে চিঠি পাওয়ার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া সংলাপের চিঠি নিয়ে পারলে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
সংলাপের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিঃশর্ত সংলাপের আলোচনা বিএনপিকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিল। যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানতে পেরেছি। সুতরাং সময় পেরিয়ে গেছে। সংলাপ হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এই সময়ে সংলাপ সম্ভব কি না, সেটাই বিষয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের জন্য যে সময় প্রয়োজন, সেই সময় এখন আর নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই।’
এদিকে আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
প্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৪ ঘণ্টা আগেগ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৭ ঘণ্টা আগে