বাংলাদেশে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর সহিংস আচরণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে—ন্যূনতম মজুরির জন্য বাংলাদেশে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে অপরাধ হিসেবে সাব্যস্ত করার নিন্দা জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে সম্প্রতি পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক এবং গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনায় নিহত শ্রমিকদের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে—গত সপ্তাহে পুলিশের হাতে ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সোমিলিটো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন সদস্য রাসেল হাওলাদার নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এ ছাড়া ৩২ বছর বয়সী ইমরান হোসেনের প্রাণহানির জন্যও আমরা শোক প্রকাশ করছি, যিনি ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে মারা গেছেন। আমরা তাঁদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানাই।
শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে দমন–পীড়ন আখ্যা দিয়ে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। পাশাপাশি শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপরাধমূলক অভিযোগের তদন্ত করারও আহ্বান জানানো হয়েছে।
যুক্তিসংগত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাব অনুমোদন করায় বেসরকারি খাতের সদস্যদের প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখোমুখি শ্রমিকদের ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে—শ্রমিকেরা সহিংসতা, প্রতিশোধ কিংবা ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথ দর–কষাকষির অধিকার যেন প্রয়োগ করতে পারে, তা সরকারগুলোকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমাদের কাজের মাধ্যমে আমরা এই মৌলিক মানবাধিকারগুলোকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে আজ বুধবারও গাজীপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় এক নারী পোশাকশ্রমিক নিহত হন। আহত হন পাঁচজন পুলিশসহ অন্তত ১৫ জন।
বাংলাদেশে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর সহিংস আচরণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে—ন্যূনতম মজুরির জন্য বাংলাদেশে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে অপরাধ হিসেবে সাব্যস্ত করার নিন্দা জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে সম্প্রতি পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক এবং গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনায় নিহত শ্রমিকদের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে—গত সপ্তাহে পুলিশের হাতে ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সোমিলিটো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন সদস্য রাসেল হাওলাদার নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এ ছাড়া ৩২ বছর বয়সী ইমরান হোসেনের প্রাণহানির জন্যও আমরা শোক প্রকাশ করছি, যিনি ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে মারা গেছেন। আমরা তাঁদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানাই।
শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে দমন–পীড়ন আখ্যা দিয়ে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। পাশাপাশি শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপরাধমূলক অভিযোগের তদন্ত করারও আহ্বান জানানো হয়েছে।
যুক্তিসংগত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাব অনুমোদন করায় বেসরকারি খাতের সদস্যদের প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখোমুখি শ্রমিকদের ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে—শ্রমিকেরা সহিংসতা, প্রতিশোধ কিংবা ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথ দর–কষাকষির অধিকার যেন প্রয়োগ করতে পারে, তা সরকারগুলোকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমাদের কাজের মাধ্যমে আমরা এই মৌলিক মানবাধিকারগুলোকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে আজ বুধবারও গাজীপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় এক নারী পোশাকশ্রমিক নিহত হন। আহত হন পাঁচজন পুলিশসহ অন্তত ১৫ জন।
সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা ‘নীতিমালা-২০২৫’ প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। একই সঙ্গে, নীতিমালাটি সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে যৌক্তিক ও বাস্তবসম্মত
২ ঘণ্টা আগেমামলার এজাহারে বলা হয়, রাদওয়ান মুজিব ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে নিজের তিনটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।
৪ ঘণ্টা আগেতিনি বলেছেন, ‘রাষ্ট্রের মূলনীতি বিষয়ে আজ চতুর্থ দিনের মতো আলোচনা হয়েছে। এই চার দিনের আলোচনায় আমরা দেখেছি, সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেসব প্রস্তাব (সাম্য ও মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি) কমিশনের পক্ষ থেকে সংশোধিতভাবে
৫ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের মামলায় শিশুদের গ্রেপ্তারের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের আগামী ৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারের ক্ষেত্রে কেন সরকার শিশু আইন অনুসরণ করছে না—তা জানতে চেয়ে রুল
৫ ঘণ্টা আগে