১২ হাজার ডলার খরচ করে আনা হয়েছে খালি কন্টেইনার
১২ হাজার ডলার খরচ করে সিঙ্গাপুর থেকে একটি কন্টেইনার আমদানি করা হয়েছে। কফি মেট, চকলেট কোকোয়া পাউডার, মিনারেল ওয়াটার ও বিনস বিভিন্ন পণ্য আমদানি করার তথ্য দেখালেও বাস্তবে কন্টেইনারের ভেতরে কিছুই পাওয়া যায়নি