প্রতিবেশী ভারতের এক্সিম ব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ চাওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। তীব্র বৈদেশিক মুদ্রা সংকটে থাকা দেশটি পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের জন্য এই ঋণ চাইছে।
আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা না থাকায় তেলের পাম্প বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে নানা বিকল্প অনুসন্ধান করছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। আমদানি ব্যয় মেটানোর মতো ডলার সংকটের কারণে প্রায় সব ধরনের নিত্য পণ্যের অভাব দেখা দিয়েছে সেখানে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা ভীজেসেকেরা জানান, বৈঠকে জ্বালানি কিনতে ভারতের এক্সিম ব্যাংকের কাছে ঋণ চাওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
যদিও শ্রীলঙ্কা ইতিমধ্যে ভারতের এক্সিম ব্যাংক থেকে ৫০ কোটি এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে ২০ কোটি ডলার ঋণ নিয়েছে। তেল কেনার জন্য এসব ঋণ পাওয়া গেছে বলে জানান জ্বালানি মন্ত্রী।
হিসেব অনুযায়ী আগামী জুন থেকে তেল আমদানির জন্য শ্রীলঙ্কার ৫৩ কোটি ডলারের প্রয়োজন পড়বে। সংকট কবলিত দেশটি মঙ্গলবার থেকে পেট্রলের দাম ২৪.৩ শতাংশ ও ডিজেলের দাম ৩৮.৪ শতাংশ বাড়িয়েছে।
এদিকে ভারত বলছে, শ্রীলঙ্কায় প্রায় ৪০ হাজার মেট্রিকটন পেট্রল সরবরাহ করেছে তারা। তীব্র জ্বালানি ঘাটতি কমাতে কয়েক দিন আগে দেশটিকে ৪০ হাজার মেট্রিকটন ডিজেলও সরবরাহ করা হয়।
প্রতিবেশী ভারতের এক্সিম ব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ চাওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। তীব্র বৈদেশিক মুদ্রা সংকটে থাকা দেশটি পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের জন্য এই ঋণ চাইছে।
আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা না থাকায় তেলের পাম্প বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে নানা বিকল্প অনুসন্ধান করছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। আমদানি ব্যয় মেটানোর মতো ডলার সংকটের কারণে প্রায় সব ধরনের নিত্য পণ্যের অভাব দেখা দিয়েছে সেখানে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা ভীজেসেকেরা জানান, বৈঠকে জ্বালানি কিনতে ভারতের এক্সিম ব্যাংকের কাছে ঋণ চাওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
যদিও শ্রীলঙ্কা ইতিমধ্যে ভারতের এক্সিম ব্যাংক থেকে ৫০ কোটি এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে ২০ কোটি ডলার ঋণ নিয়েছে। তেল কেনার জন্য এসব ঋণ পাওয়া গেছে বলে জানান জ্বালানি মন্ত্রী।
হিসেব অনুযায়ী আগামী জুন থেকে তেল আমদানির জন্য শ্রীলঙ্কার ৫৩ কোটি ডলারের প্রয়োজন পড়বে। সংকট কবলিত দেশটি মঙ্গলবার থেকে পেট্রলের দাম ২৪.৩ শতাংশ ও ডিজেলের দাম ৩৮.৪ শতাংশ বাড়িয়েছে।
এদিকে ভারত বলছে, শ্রীলঙ্কায় প্রায় ৪০ হাজার মেট্রিকটন পেট্রল সরবরাহ করেছে তারা। তীব্র জ্বালানি ঘাটতি কমাতে কয়েক দিন আগে দেশটিকে ৪০ হাজার মেট্রিকটন ডিজেলও সরবরাহ করা হয়।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
৭ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
৮ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
৮ ঘণ্টা আগে