Ajker Patrika

ডলারের দাম রেকর্ড ভেঙে ৯২ টাকা ৫০ পয়সা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২২, ২০: ৪৬
ডলারের দাম রেকর্ড ভেঙে ৯২ টাকা ৫০ পয়সা

ডলারের দাম বেড়ে অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। এক দিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। এতে আজ সোমবার টাকার বিপরীতে ডলারের দাম দাঁড়িয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। এর আগে টাকার বিপরীতে ডলারের দাম কখনে এত বেশি ছিল না। 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার ৯২ টাকা ৫০ পয়সাকে বিবেচনায় নিয়েছে। এই দামেই ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।’ 

উল্লেখ্য, ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারের জন্য ৯৫ থেকে ৯৭ টাকা দাম নিচ্ছে। আর প্রবাসী আয় আনছে ৯৩ থেকে ৯৪ টাকা দরে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত