এক সেতু দেবে গেল ২২ বার
ছোট্ট নদীটির বেশ সুন্দর নাম, মাটিকাটা। আর তার ওপর যে সেতুটি আছে তার নামও মন্দ নয়, চৌধুরীঘাট বেইলি ব্রিজ। কিন্তু কিছুদিন পরপর সেতুটি দেবে যাচ্ছে। এ নিয়ে কতবার দেবে গেল তার হিসাব রাখা আশপাশের মানুষের জন্য বেশ মুশকিল হয়ে উঠেছে। এরপরও তাদের যাতায়াতের যে এটাই একমাত্র পথ, তাই কষ্ট করে হলেও তারা হিসাব রেখে